TRENDING:

Divyanka and Vivek: দীর্ঘ বিরহের পর দেখা! বালিতে চাদর পেতে প্রেম করলেন তারকা দম্পতি

Last Updated:

ইচ্ছে করলে দাম্পত্যেও বজায় থাকে প্রেম ৷ বুঝিয়ে দিলেন দিব্যাঙ্কা ত্রিপাঠী (Divyanka Tripathi) এবং বিবেক দাহিয়া (Vivek Dahiya) ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুম্বই :  ইচ্ছে করলে দাম্পত্যেও বজায় থাকে প্রেম ৷ বুঝিয়ে দিলেন দিব্যাঙ্কা ত্রিপাঠী (Divyanka Tripathi) এবং বিবেক দাহিয়া (Vivek Dahiya) ৷ দীর্ঘ বিরহের পর দেখা হয়েছে যুগলের ৷  ‘খতরোঁ কে খিলাড়ি’-র একাদশতম মরসুমের শ্যুটিঙের জন্য দিব্যাঙ্কা অনেক দিন ছিলেন কেপটাউনে ৷ বিরহ পর্ব কাটিয়ে মুম্বই ফিরে দেখা স্বামীর সঙ্গে ৷ দু’জনে একসঙ্গে সময় কাটালেন সৈকতে ৷
advertisement

বালির উপর চাদর পেতে সাধারণ প্রেমিক যুগলের মতো সময় কাটালেন তারকা দম্পতি ৷ ইনস্টাগ্রামে তাঁদের সোনালি মুহূর্তের ছবি শেয়ার করেছেন দিব্যাঙ্কা ৷ ক্যাপশনে তিনি লিখেছেন শ্রেয়া ঘোষালের কণ্ঠে ‘ওমকারা’ ছবির গানের প্রথম লাইন, ‘ও সাথি রে দিন ডুবে না’৷

advertisement

প্রেমের ছবি শেয়ার করেছেন বিবেকও ৷ সৈকতে স্ত্রী দিব্যাঙ্কার হাত ধরে তাঁর চোখের দিকে তাকিয়ে বিভোর তিনি ৷ মেঘলা আকাশ, সফেন সমুদ্রর আবহে মিলেমিশে গিয়েছে ক্যাজুয়াল জামা-ডেনিম পরা বিবেক এবং গোলাপি ড্রেসের দিব্যাঙ্কা ৷

সামাজিক মাধ্যমে মাঝে মাঝেই একে অন্যের ছবি শেয়ার করেন দিব্যাঙ্কা-বিবেক ৷ তাঁদের বিরহপরবর্তী প্রেমের ছবি ঘিরেও অনুরাগীরা উচ্ছ্বসিত ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
গ্রামবাসীদের মশাল হাতে প্রতিরোধ, 'লেজ গুটিয়ে' পালিয়েছিল ডাকাতদল! এখন চলছে সেই নিয়ম
আরও দেখুন

দিব্যাঙ্কার সঙ্গে বিবেকের প্রথম আলাপ ২০১৫ সালে ‘ইয়ে হ্যায় মহাব্বতেঁ’ ধারাবাহিকের সেটে ৷ আলাপ থেকে প্রেম শুরু হতে সময় লাগেনি ৷ বিয়ে করেন ২০১৬ সালে ৷  তার আগে সহ-অভিনেতা শরদ মালহোত্রার সঙ্গে সম্পর্ক ছিল দিব্যাঙ্কার ৷ পুরনো প্রেমের রেশ অবশ্য পড়েনি দাম্পত্যে ৷ বিবেকের সঙ্গে তাঁর জুটি এখন কাপলগোল দিচ্ছে টিনসেল টাউনে ৷

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Divyanka and Vivek: দীর্ঘ বিরহের পর দেখা! বালিতে চাদর পেতে প্রেম করলেন তারকা দম্পতি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল