বালির উপর চাদর পেতে সাধারণ প্রেমিক যুগলের মতো সময় কাটালেন তারকা দম্পতি ৷ ইনস্টাগ্রামে তাঁদের সোনালি মুহূর্তের ছবি শেয়ার করেছেন দিব্যাঙ্কা ৷ ক্যাপশনে তিনি লিখেছেন শ্রেয়া ঘোষালের কণ্ঠে ‘ওমকারা’ ছবির গানের প্রথম লাইন, ‘ও সাথি রে দিন ডুবে না’৷
advertisement
প্রেমের ছবি শেয়ার করেছেন বিবেকও ৷ সৈকতে স্ত্রী দিব্যাঙ্কার হাত ধরে তাঁর চোখের দিকে তাকিয়ে বিভোর তিনি ৷ মেঘলা আকাশ, সফেন সমুদ্রর আবহে মিলেমিশে গিয়েছে ক্যাজুয়াল জামা-ডেনিম পরা বিবেক এবং গোলাপি ড্রেসের দিব্যাঙ্কা ৷
সামাজিক মাধ্যমে মাঝে মাঝেই একে অন্যের ছবি শেয়ার করেন দিব্যাঙ্কা-বিবেক ৷ তাঁদের বিরহপরবর্তী প্রেমের ছবি ঘিরেও অনুরাগীরা উচ্ছ্বসিত ৷
দিব্যাঙ্কার সঙ্গে বিবেকের প্রথম আলাপ ২০১৫ সালে ‘ইয়ে হ্যায় মহাব্বতেঁ’ ধারাবাহিকের সেটে ৷ আলাপ থেকে প্রেম শুরু হতে সময় লাগেনি ৷ বিয়ে করেন ২০১৬ সালে ৷ তার আগে সহ-অভিনেতা শরদ মালহোত্রার সঙ্গে সম্পর্ক ছিল দিব্যাঙ্কার ৷ পুরনো প্রেমের রেশ অবশ্য পড়েনি দাম্পত্যে ৷ বিবেকের সঙ্গে তাঁর জুটি এখন কাপলগোল দিচ্ছে টিনসেল টাউনে ৷