TRENDING:

The Rapist:আগামী ছবির পরিচালনায় অপর্ণা সেন, অভিনয়ে কঙ্কনা সেন শর্মা, অর্জুন রামপাল

Last Updated:

নতুন ছবি নিয়ে আবার পরিচালকের আসনে বসতে চলেছেন অপর্ণা সেন (Aparna Sen)। ছবিতে মূল চরিত্রে থাকছেন পরিচালকের অভিনেত্রী-পরিচালিকা কন্যা কঙ্কনা সেন শর্মাও

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: নতুন ছবি নিয়ে আবার পরিচালকের আসনে বসতে চলেছেন অপর্ণা সেন (Aparna Sen)। ছবিতে মূল চরিত্রে থাকছেন পরিচালকের অভিনেত্রী-পরিচালিকা কন্যা কঙ্কনা সেন শর্মাও (Konkona Sen Sharma)। কঙ্কনা নিজেও এখন একজন পরিচালক। ইতিমধ্যেই আ ডেথ ইন দ্য গঞ্জ (A Death In The Gunj) ছবি দিয়ে পরিচালনার জগতে পা রেখেছেন । কঙ্কনা ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে অর্জুন রামপাল (Arjun Rampal) ও তন্ময় ধনানিয়াকে (Tanmay Dhanania)।
advertisement

ছবির প্রি-প্রোডাকশনের কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। মার্চ থেকে ছবির শুটিং শুরু হবে। ছবিটি যৌথভাবে প্রযোজনা করছে অ্যাপ্লজ এন্টারটেনমেন্ট ও কোয়েস্ট ফিল্ম ।

https://twitter.com/taran_adarsh/status/1360073694823948289?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1360073694823948289%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fwww.firstpost.com%2Fentertainment%2Fkonkona-sensharma-arjun-rampal-to-lead-aparna-sen-directorial-the-rapist-filming-will-begin-in-march-9296631.html

অপর্ণা সেনের ছবি মানেই বিষয়বস্তু একটু হলেও অন্যদের চেয়ে আলাদা হয়। এক্ষেত্রেও তাঁর ব্যতিক্রম নয়। এই ছবির নাম দ্য রেপিস্ট (The Rapist)। নাম শুনেই বোঝা যাচ্ছে ছবির বিষয় অত্যন্ত গভীর। পরিচালক জানান, কী ভাবে সমাজ নিজের অজান্তেই ধর্ষক তৈরি করে, সেটাই এই ছবির মূল সূত্র। কোনও দোষ না করেও একজন ধর্ষিতা কতটা গভীর মানসিক অবসাদ, লাঞ্ছনা ও নানা অপ্রীতিকর পরিস্থিতির মধ্যে দিয়ে যায়, তাই ফুটে উঠবে ছবির পরতে পরতে।

advertisement

ছবিটি হিন্দিতে করছেন অপর্ণা। এর আগে ২০১৫ সালে সারি রাত (Saari Raat) এবং ২০১৭ সালে সোনাটা (Sonata) বলে দু'টি হিন্দি ছবি তিনি পরিচালনা করেছিলেন। সম্ভবত হিন্দি ভাষা হলে আরও বেশি করে দর্শকদের কাছে পৌঁছনো যাবে বলেই তাঁর এই পদক্ষেপ।

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

ছবির স্পর্শকাতর বিষয় নিয়ে পরিচালকের নিজস্ব কিছু চিন্তাভাবনা আছে যা তিনি সংবাদমাধ্যমের সঙ্গে শেয়ার করে নিয়েছেন। তিনি জানিয়েছেন, ধর্ষণ বিষয়টি নিয়ে সামগ্রিক ভাবে সমাজ কী ভাবে বা কী চোখে দেখে সেটা তিনি জানেন। একটি মেয়ের উপরে পাশবিক অত্যাচার হলেও সমাজ তাঁকেই কাঠগড়ায় দাঁড় করিয়ে দোষী সাব্যস্ত করে। এতে সেই মেয়েটি ভয় পেয়ে আরও কুঁকড়ে যায় এবং অনেক ক্ষেত্রেই এগিয়ে এসে আসল দোষীর নাম নিতে ভয় পায়। অপর্ণা জানেন যে মেয়েরা মনে করে অভিযুক্তের নাম নিলে তাঁদেরই লাঞ্ছনা আর বিপদ বাড়বে। কারণ ধর্ষিতা মেয়েটিকেই সমাজ আঙুল তুলে দেখিয়ে দিয়ে পৈশাচিক আনন্দ পায়।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
The Rapist:আগামী ছবির পরিচালনায় অপর্ণা সেন, অভিনয়ে কঙ্কনা সেন শর্মা, অর্জুন রামপাল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল