কিছুদিন আগে ডিজিটাল প্ল্যাটফর্মে অনন্যা পান্ডের সঙ্গে 'খালি পিলি' ছবিতে কাজ করেছেন ঈশান। যদিও সেই ছবি একেবারেই চলেনি। তবে অভিনয়গুণে ফের একবার তিনি চোখ টেনেছেন মীরা নায়ারের 'আ স্যুটেবল বয়' ছবিতে কাজ করে। টাবুর সঙ্গে অভিনয় করেছেন ঈশান। তবে অভিনয় জগতে পা রাখার আগে পরিচালক অভিষেক চৌবেকে সহযোগিতা করতেন ঈশান। অভিষেক যখন শাহিদের 'উড়তা পঞ্জাব' ছবি তৈরি করছেন, সেই সময়ও ঈশান কাজ করেছেন সেই ফিল্মে।
advertisement
এই 'উড়তা পঞ্জাব' ছবিতে টমি সিংয়ের চরিত্রে কাজ করেছেন শাহিদ কাপুর। ছবির প্রথম ভাগে যখন পুিলশ টমি সিংয়ের বাড়িতে তল্লাশি চালাতে গিয়েছিল, সেই সময় খুবই কম সময়ের জন্য একটি ক্যামিও করেছিলেন ঈশান। যদিও তাঁর চরিত্রের কোনও নাম ছিল না ছবিতে। তবে তাঁর অভিনয় নজর কেড়েছিল দর্শকের। উড়তা পঞ্জাবে অভিনয়ের জন্য শাহিদও বিপুল জনপ্রিয়তা পেয়েছিলেন দর্শকের কাছে।
কাজের দিক থেকে ঈশান এখন ব্যস্ত ক্যাটরিনা কাইফ ও সিদ্ধান্ত চতুর্বেদীর সঙ্গে হরর-কমেডি 'ফোন ভূত' ছবির শ্যুটিং নিয়ে। অন্যদিকে, শাহিদ ব্যস্ত এক ক্রিকেটারের ছবি 'জার্সি' নিয়ে। এটি একটি তেলগু ছবির রিমেক হতে চলেছে বলিউডে।