পুলিশ কন্ট্রোল রুমে একটি রহস্যময় ফোন কল দিয়ে শুরু ছবির ট্রেলার। যিনি প্রথম থেকেই নিখিলের নাম জানেন এবং নিজেই দাবি করছেন বন্দুক দিয়ে কাউকে তিনি মেরে ফেলবেন। ছবির নির্মাতারা 'ডায়াল ১০০'-র ক্যাপশনে লিখেছেন, 'এক রাত, একটা ফোন কল, আপনার জীবন বদলে দিতে পারে। ডায়াল ১০০-তে এমনই কিছু অপ্রত্যাশিতকে প্রত্যাশ্যা করুন।'
advertisement
এই ফোন কল আসার পর থেকেই নিজের ব্যক্তিগত জীবনে একটি যোগ খুঁজে পেতে শুরু করেন নিখিল। কিন্তু সীমা পল্লভকে চিনে উঠতে বেগ পেতে হয় তাঁকে। তবে খানিক সময় পরেই সীমাকে চিনতে পারেন নিখিল। এরপরই নিখিলের স্ত্রী প্রেরণা, যে চরিত্রে দেখা যাবে সাক্ষী তনওয়ারকে, তাঁকে অপহরণ করেন সীমা। এর পর ট্রেলারের দৃশ্যে দেখা গিয়েছে, সীমার গানপয়েন্টে রয়েছেন প্রেরণা। আর তাঁদেরকে খুঁজে বেড়াচ্ছে নিখিল।
এই ছবির পরিচালনা করেছেন রেনিল ডি'সিলভা। ছবির প্রযোজক সোনি পিকচার্স ফিল্মস ইন্ডিয়া সঙ্গে অ্যালকেমি ফিল্মস। জি ফাইভে আগামী ৬ অগস্ট প্রিমিয়ার হবে এই ছবির।