মহেন্দ্র সিং ধোনিকে অনুকরণ করতে কোনও খামতি রাখেননি সুশান্ত সিং রাজপুত৷ দুর্দান্ত ব্যবসা করেছিল এম এস ধোনি- দ্য আনটোল্ড স্টোরি৷ এর জন্য ৯ মাসের কঠিন পরিশ্রমের মধ্যে দিয়ে যেতে হয়েছিল তাঁকে ৷
ধোনির চরিত্র পর্দায় ফুটিয়ে তোলার জন্য তিনি ধোনির সঙ্গে তিনবার দেখা করেন ৷ এর পাশাপাশি কিরণ মোরের কাছে ১০ মাসের প্রশিক্ষণ নিয়েছিলেন ৷ ধোনির সঙ্গে বেশি সময় না কাটাতে পারলেও যে কয়েকবার দেখা হয়েছে দু’জনের মধ্যে প্রচুর কথা হয়েছিল ৷ ছবির ট্রেলার লঞ্চ করার সময় ধোনি বলেছিলেন সুশান্ত বেশ ভাল কাজ করেছে ৷ তিনি আরও জানিয়েছিলেন যে অনেকেই বলেছিল যে এটা করা সুশান্তের জন্য খুব কঠিন হতে চলেছে কারণ ধোনির চরিত্র অভিনয় করার সময় সুশান্তকে দর্শকদের বোঝাতে হবে সেই সময় ধোনির ভিতর কী চলছিল ৷ ছবির শ্যুটিং করার সময় সুশান্তের উপরে প্রচুর চাপ ছিল৷ ধোনির চরিত্র পর্দায় ফুটিয়ে তুলতে সুশান্ত ধোনিকে প্রচুর প্রশ্ন করতেন বলে জানিয়েছিলেন ভারতীয় ক্রিকেটের প্রাক্তন অধিনায়ক ৷ সুশান্ত এত প্রশ্ন করত যে ধোনি তাঁকে বলেছিলেন,‘ইয়ার তুম সওয়ালই পুছতে রেহেতে হো ৷’
advertisement
ধোনি আরও জানিয়েছিলেন যে সুশান্ত একদম তার মতো করে হেলিকপ্টার শট খেলা রপ্ত করে নিয়েছিল ৷ অভিনয় দেখে মুগ্ধ ধোনি স্বীকার করেছিলেন, পর্দায় তাঁর মতোই হেলিকপ্টার শট মেরেছেন সুশান্ত!