TRENDING:

শ্যুটিংয়ের সময় সুশান্তের এই কাজের জন্য ধোনি বলেছিলেন ‘ইয়ার তুম.....’

Last Updated:

লুক চেঞ্জ থেকে অভিনয় ! ধোনির বায়োপিক দিয়ে সুশান্ত সিং রাজপুত প্রমাণ করলেন তিনি লম্বা রেসের ঘোড়া ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: টেলিভিশন থেকে বড় পর্দায় নিজের একটি আলাদা জায়গা তৈরি করে নিয়েছিলেন সুশান্ত ৷ কাই পো চে দিয়ে বলিউডে পা রেখেছিলেন ৷ এরপর এসেছে একের পর এক সাফল্য ৷ তবে সুশান্ত আলাদা করে নজর কাড়েন মহেন্দ্র সিং ধোনির বায়োপিক থেকে ৷ লুক চেঞ্জ থেকে অভিনয় ! ধোনির বায়োপিক দিয়ে সুশান্ত সিং রাজপুত প্রমাণ করলেন তিনি লম্বা রেসের ঘোড়া ৷
advertisement

মহেন্দ্র সিং ধোনিকে অনুকরণ করতে কোনও খামতি রাখেননি সুশান্ত সিং রাজপুত৷ দুর্দান্ত ব্যবসা করেছিল এম এস ধোনি- দ্য আনটোল্ড স্টোরি৷ এর জন্য ৯ মাসের কঠিন পরিশ্রমের মধ্যে দিয়ে যেতে হয়েছিল তাঁকে ৷

ধোনির চরিত্র পর্দায় ফুটিয়ে তোলার জন্য তিনি ধোনির সঙ্গে তিনবার দেখা করেন ৷ এর পাশাপাশি কিরণ মোরের কাছে ১০ মাসের প্রশিক্ষণ নিয়েছিলেন ৷ ধোনির সঙ্গে বেশি সময় না কাটাতে পারলেও যে কয়েকবার দেখা হয়েছে দু’জনের মধ্যে প্রচুর কথা হয়েছিল ৷ ছবির ট্রেলার লঞ্চ করার সময় ধোনি বলেছিলেন সুশান্ত বেশ ভাল কাজ করেছে ৷ তিনি আরও জানিয়েছিলেন যে অনেকেই বলেছিল যে এটা করা সুশান্তের জন্য খুব কঠিন হতে চলেছে কারণ ধোনির চরিত্র অভিনয় করার সময় সুশান্তকে দর্শকদের বোঝাতে হবে সেই সময় ধোনির ভিতর কী চলছিল ৷ ছবির শ্যুটিং করার সময় সুশান্তের উপরে প্রচুর চাপ ছিল৷ ধোনির চরিত্র পর্দায় ফুটিয়ে তুলতে সুশান্ত ধোনিকে প্রচুর প্রশ্ন করতেন বলে জানিয়েছিলেন ভারতীয় ক্রিকেটের প্রাক্তন অধিনায়ক ৷ সুশান্ত এত প্রশ্ন করত যে ধোনি তাঁকে বলেছিলেন,‘ইয়ার তুম সওয়ালই পুছতে রেহেতে হো ৷’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দিঘায় তো অনেকবার এসেছেন! কিন্তু জানেন কি দিঘায় প্রথম খাবারের হোটেল কোনটি বলতে পারলে আপনি
আরও দেখুন

ধোনি আরও জানিয়েছিলেন যে সুশান্ত একদম তার মতো করে হেলিকপ্টার শট খেলা রপ্ত করে নিয়েছিল ৷ অভিনয় দেখে মুগ্ধ ধোনি স্বীকার করেছিলেন, পর্দায় তাঁর মতোই হেলিকপ্টার শট মেরেছেন সুশান্ত!

বাংলা খবর/ খবর/বিনোদন/
শ্যুটিংয়ের সময় সুশান্তের এই কাজের জন্য ধোনি বলেছিলেন ‘ইয়ার তুম.....’
Open in App
হোম
খবর
ফটো
লোকাল