সোমবার ২৯ বছরের অভিনেত্রী নিজেই ইনস্টাগ্রামের স্টোরিতে এই খবর শেয়ার করেছেন। করোনাভাইরাস থেকে মুক্তির সমস্ত রকম সতর্কতা তিনি অবলম্বন করছেন বলেও জানিয়েছেন ফতিমা সানা শেখ। ইনস্টাগ্রাম স্টোরিতে তিনি লিখেছেন, 'আমি কোভিড ১৯ পজিটিভ হয়েছি এবং এই মুহূর্তে করোনার বিধি মেনে চলছি। বাড়িতেই হোম কোয়ারেন্টিনে রয়েছি।' এর পাশাপাশি ফ্যানেদের তিনি ধন্যবাদ জানিয়েছেন পাশে থাকার জন্য।
advertisement
২০১৬ সালে আমির খান ও সান্যা মালহোত্রার সঙ্গে 'দঙ্গল' ছবিতে অভিনয়ের পর থেকেই দর্শকের মনে জায়গা করে নিয়েছেন ফতিমা। এছাড়াও টেলিভিশনে বেশ কয়েকটি শো-তে কাজ করেছেন তিনি। তালিকায় রয়েছে লেডিজ স্পেশ্যাল ও আগলে জনম মোহে বিটিয়া হি কিজো। বলিউডেও বেশ কয়েকটি ছবিতে ইতিমধ্যেই কাজ করে নজর কেড়েছেন তিনি। আমির খানের 'ঠগস অফ হিন্দোস্তান'-এ অভিনয় করেছিলেন ফতিমা। ওই ছবিতে ছিলেন অমিতাভ বচ্চন, ক্যাটরিনা কাইফরাও।
সম্প্রতি অনুরাগ বসুর 'লুডো' ছবিতে অভিনয় করেছেন তিনি। এছাড়াও নেটফ্লিক্সের 'সূরজ পে মঙ্গল ভারী' ছবিতে দেখা গিয়েছে তাঁকে। তাঁকে আগামীতে দেখা যাবে জয়দীপ অহলওয়াতের সঙ্গে নেটফ্লিক্সের 'আজিব দাস্তান' ছবিতে।