২০২১ সালে চার হাত এক হয়েছে ভিকি ক্যাটরিনার। একে অপরের পরিবারের সঙ্গেও বেশ ঘনিষ্ট সম্পর্ক দুই তারকার। তারকা দম্পতিকে মাঝে মধ্যেই দুই পরিবারের বিভিন্ন সদস্যের সঙ্গে ছবি দিতে দেখা যায়। বিয়ের বয়স প্রায় দুই হতে চলল।
এর মধ্যে কি সন্তানের নেওয়ার জন্য দম্পতিকে বলেন বাড়ির বড়রা? সম্প্রতি একটি সাক্ষাত্কারে ভিকিকে এই প্রশ্ন করা হলে অভিনেতা জানালেন, দুই বাড়ির কোনও কেউই তাঁদের ওপর সন্তান নেওয়ার চাপ দেয়না। ‘সবাই বেশ কুল’, বলেন ভিকি।
advertisement
আরও পড়ুন: শাহরুখের সঙ্গে অভিনয়ে ‘না’! ‘জওয়ান’-এর কোন চরিত্র ফিরিয়ে দেন ‘পুষ্পা’ অল্লু? জানলে চমকে যাবেন?
সাক্ষাত্কারে ভিকি আরও জানালেন তাঁর আর ক্যাটরিনার সম্পর্কের কথা সবার প্রথমে তিনি তাঁর বাবা-মাকেই জানিয়েছিলেন। ‘‘ওঁরা (ভিকির বাবা-মা) সংবাদমাধ্যমের থেকে জানতে পারুক চাইনি, তাই নিজেই জানিয়ে দিয়েছিলাম।’’
