নীরজের ‘হোমবাউন্ড’ ছবিটি মুক্তির আগেই ৯৮-তম অস্কারের দৌড়ে শামিল ছিল৷ ভারত থেকে আন্তর্জাতিক মঞ্চে পাঠানো হয় এই ছবি৷ এবার এই ছবি জায়গা করে নিল আন্তর্জাতিক ফিচার ছবির সেরা ১৫-এর তালিকায়। ইতিমধ্যেই ছবির প্রযোজক করণ জোহর ও পরিচালক নীরজ ঘেওয়ান ভীষণ উচ্ছ্বসিত৷
advertisement
নীরজ পরিচালিত ‘হোমবাউন্ড’ ভারতীয় গল্প বলার সংবেদনশীলতা এবং আন্তর্জাতিক সৃজনশীল নান্দনিকতার একত্রিত করে। গল্পটি শৈশবের বন্ধু শোয়েব (ঈশান খট্টর) এবং চন্দন (বিশাল জেঠওয়া) কে অনুসরণ করে, যাদের পুলিশ বাহিনীতে যোগদানের স্বপ্ন তাদের জীবনের মূল বিষয় হয়ে ওঠে।
আগামী ২২ জানুয়ারি ১৫ টি আন্তর্জাতিক ছবির মধ্যে থেকে সেরা পাঁচটি ছবিকে বাছাই করা হবে৷ এবং সেই সেরা পাঁচ ছবির মধ্যেই সেরার সেরা ছবি পাবে পুরস্করা৷ উল্লেখ্য, এই বছর টরেন্টো চলচ্চিত্র উৎসব এবং কান চলচ্চিত্র উৎসবে এই ছবি দেখানো হয়েছে। ইতিমধ্যেই বিদেশি দর্শকের মন জয় করে নিয়েছে এই ছবি। এবার কি অস্কার পুরস্কার জিততে পারবে এই ছবি, আপতত তার অপেক্ষাতেই দিন গুনছে দেশবাসী৷
