শুটিংয়ের দিনগুলি থেকেই বিতর্কে সঞ্জয়লীলা বনশালীর পদ্মাবতী। সেটে ভাঙচুরের পর আদালতেও জল গড়িয়েছে। রাজপুত সম্প্রদায়, কারণী সেনার প্রবল বিক্ষোভে মুক্তির দিন ঠিক করেও পর্দায় আসতে পারেনি পদ্মবতী। অবশেষে সেই জট কাটতে চলেছে। ২৮ ডিসেম্বর মেবারের রাজপরিবার ও দুই রাজস্থানী ঐতিহাসিক-সহ সিবিএফসি-র বিশেষ প্যানেল ছবিটি দেখে। তারাই সিবিএফসিকে বেশ কয়েকটি শর্তে ছবি মুক্তির পক্ষে সায় দেয়। শর্তগুলির মধ্যে অন্যতম,
advertisement
পদ্মাবতী মুক্তির শর্ত
- ছবির নতুন নাম হবে ‘পদ্মাবত’
- ২৬ দৃশ্যে কাটছাঁট
- ‘ঘুমর’গানের শব্দে পরিবর্তন
- জহরব্রতকে মহিমান্বিত করা যাবে না
- ‘এই ছবির বিষয়বস্তুর সঙ্গে কোনও ঐতিহাসিক চরিত্রের মিল নেই’-এই মর্মে ডিসক্লেমার দিতে হবে এবং তা ছবি শুরুর আগে ও বিরতির পর দেখাতে হবে।
- ছবিকে U/A সার্টিফিকেট দিতে রাজি সেন্সর বোর্ড
পদ্মাবতী থেকে ‘পদ্মাবত’, ছবির নামে ‘ঈ’ সরে যাওয়ায় টুইটারে কী প্রতিক্রিয়া ?
সিবিএফসি চেয়ারম্যানের দাবি, ছবি নির্মাতা এবং সামাজিক উদ্বেগের সবদিক খতিয়ে দেখেই সিদ্ধান্ত নিচ্ছেন তারা।
রাজপুত সম্প্রদায়, কারণী সেনা সহ সমাজের দক্ষিণপন্থীরা এই ছবি মুক্তির জন্য একাধিক শর্ত আগেই আরোপ করেছিলেন। তাদের দাবির প্রায় সবই শর্ত হিসেবে ছবি নির্মাতাদের দিয়েছে সেন্সর বোর্ড। কিন্তু তারপরেও অবস্থানে অনড় কারণী সেনা।
সূত্রের খবর সিবিএফসি-র সমস্ত শর্তই মেনে নিতে চলেছেন ছবি নির্মাতারা। কিন্তু তারপরেও কি ‘পদ্মাবত’ মুক্ত হবে ? প্রশ্নটা থেকেই যাচ্ছে।