পদ্মাবতী থেকে ‘পদ্মাবত’, ছবির নামে ‘ঈ’ সরে যাওয়ায় টুইটারে কী প্রতিক্রিয়া ?
Last Updated:
ছবির নাম ‘পদ্মাবতী’ থেকে হঠাৎ ‘পদ্মাবত’ হয়ে যাওয়ার ঘোষণায় টুইটার জুড়েই হাসির রোল উঠেছে ৷
#মুম্বই: দীর্ঘ টালবাহানার পর অবশেষে শর্তসাপেক্ষে মুক্তি পেতে চলেছে সঞ্জয় লীলা বনশালির ছবি ‘পদ্মাবতী’ ৷ এই ছবির শ্যুটিং পর্ব থেকেই চলছে নানা বিতর্ক ৷ শেষপর্যন্ত নাম বদল-সহ একাধিক শর্তে সঞ্জয় লীলা বনশালীর বিতর্কিত ছবি পদ্মাবতীকে মুক্তি দিতে চলেছে সেন্সর বোর্ড। শর্তের মধ্যে অন্যতম ছবির নাম পরিবর্তন ও একাধিক দৃশ্যে পরিবর্তন। ছবির নতুন নাম হবে ‘পদ্মাবত’। শর্ত মানতে রাজি ছবির নির্মাতারা। আগামী মাসে আরও একটি বৈঠকের পর ছবি মুক্তির দিনক্ষণ জানাবে সিবিএফসি। তবে ছবিতে ২৬টি ‘কাট’ থাকবে কী না, তা এখনও স্পষ্ট নয় ৷
এদিকে ছবির নাম ‘পদ্মাবতী’ থেকে হঠাৎ ‘পদ্মাবত’ হয়ে যাওয়ার ঘোষণায় টুইটার জুড়েই হাসির রোল উঠেছে ৷ সেন্সর বোর্ডকে এর জন্য নানাভাবে তাচ্ছিল্য করেছেন সিনেমা প্রেমীরা ৷ সেগুলো কী দেখে নিন একবার ৷
advertisement
শুটিংয়ের দিনগুলি থেকেই বিতর্কে সঞ্জয়লীলা বনশালীর পদ্মাবতী। সেটে ভাঙচুরের পর আদালতেও জল গড়িয়েছে। রাজপুত সম্প্রদায়, কারণী সেনার প্রবল বিক্ষোভে মুক্তির দিন ঠিক করেও পর্দায় আসতে পারেনি পদ্মবতী। অবশেষে সেই জট কাটতে চলেছে। ২৮ ডিসেম্বর মেবারের রাজপরিবার ও দুই রাজস্থানী ঐতিহাসিক সহ সিবিএফসি-র বিশেষ প্যানেল ছবিটি দেখে। তারাই সিবিএফসিকে বেশ কয়েকটি শর্তে ছবি মুক্তির পক্ষে সায় দেয়।
view commentsLocation :
First Published :
December 30, 2017 7:14 PM IST