TRENDING:

বেআইনি বিটকয়েন কেনাবেচায় শিল্পার স্বামী রাজ কুন্দ্রাকে তলব ইডি-র

Last Updated:

বেআইনি বিটকয়েক কেনাবেচা ও টাকা পয়সা লেনদেন মামলায় বলি-অভিনেত্রী শিল্পা শেট্টির স্বামী শিল্পপতি রাজ কুন্দ্রাকে তলব করল ইডি (এনফোর্সমেন্ট ডিরেক্টরেট) ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: বেআইনি বিটকয়েক কেনাবেচা ও টাকা পয়সা লেনদেন মামলায় বলি-অভিনেত্রী শিল্পা শেট্টির স্বামী শিল্পপতি রাজ কুন্দ্রাকে তলব করল ইডি (এনফোর্সমেন্ট ডিরেক্টরেট) ৷
advertisement

ভারতে বিটকয়েন (ভার্চুয়াল কারেন্সি)-এর কেনাবেচা, ব্যবসা সবটাই নিষিদ্ধ ৷ কিছুদিন আগেই বেআইনি অর্থ লেনদেন রোধ আইনে (পিএমএলএ) ফৌজদারি মামলা করে ইডি ৷ এবার সেই মামলাতেই জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হল রাজ কুন্দ্রাকে ৷ জানা গিয়েছে, এই ব্যবসায় কুন্দ্রার জড়িত থাকার ইঙ্গিত পাওয়া গিয়েছে ৷ ইডি-র হাতে এই সংক্রান্ত কিছু তথ্যপ্রমাণও রয়েছে ৷

advertisement

আরও পড়ুন: তখন মাঝ রাত, এই বলি অভিনেতার সঙ্গে ডেটিংয়ে গেলেন ক্যাটরিনার বোন

ইডির করা ওই মামলায় নাম উঠেছে নিষিদ্ধ বিটকয়েন ওয়েবসাইটের প্রতিষ্ঠাতা অমিত ভরদ্বাজ ও আরও আটজনের ৷ ওই ওয়েবসাইটের মাধ্যমে স্কিমে অর্থ ঢেলে প্রায় ৮ হাজার বিনিয়োগকারীর আনুমানিক ২ হাজার কোটি টাকা লোকসান হয়েছে বলে অভিযোগ ওঠে। মহারাষ্ট্র পুলিশের এফআইআরের ভিত্তিতে ইডি মামলা করে ৷ পুণে পুলিশের হাতে ধরা পড়েন অমিত ভরদ্বাজ ও তাঁর ভাই বিবেক। তাঁদের সূত্রেই এবার পুলিশের জালে পড়লেন রাজ ৷

advertisement

এর আগেও একবার আইপিএল বেটিংয়ের সঙ্গে নাম জড়িয়েছিল কুন্দ্রার ৷ এরপর থেকেই ক্রিকেট সংক্রান্ত সমস্ত বিষয়ে নিষিদ্ধ করে দেওয়া হয়েছিল শিল্পার স্বামীকে ৷

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

আরও পড়ুন: সুজান নয়, এই সুন্দরীর জন্য অর্জুন রামপাল ডিভোর্স করলেন মেহেরকে

বাংলা খবর/ খবর/বিনোদন/
বেআইনি বিটকয়েন কেনাবেচায় শিল্পার স্বামী রাজ কুন্দ্রাকে তলব ইডি-র