TRENDING:

Arjun kapoor-Jhanvi Kapoor|| এ বারে স্ক্রিন শেয়ার করবেন দাদা-বোন! অর্জুন-জাহ্নবীর Instagram পোস্ট ঘিরে জল্পনা...

Last Updated:

অর্জুন-জাহ্নবীর Instagram Story-নিয়ে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে ভক্তদের মধ্যে। কিন্তু কেন জানেন কি?

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: বলিউডের এখন ব্যস্ততম নায়িকাদের মধ্যে একজন জাহ্নবী কাপুর (Jhanvi Kapoor)। বেশকিছু বড় ফিল্ম প্রজেক্ট রয়েছে তাঁর হাতে। পিছিয়ে নেই দাদা অর্জুন কাপুরও (Arjun Kapoor)। তবে এ বার অর্জুন-জাহ্নবীর Instagram Story-তে একটা বুমেরাং পোস্ট নিয়ে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে ভক্তদের মধ্যে। ওই পোস্টটিতে দুই ভাই-বোনকে ভীষণ কিউট দেখাচ্ছে। জাহ্নবীকে দেখা যায় একটি সাদা রঙের ক্রপ টপ-এর সঙ্গে গ্রে রঙের শর্টস, হুডি এবং কালো রঙের জুতো পরে থাকতে, অর্জুন-কে দেখা যায় একটি কালো রঙের সোয়েট শার্ট তার সঙ্গে ম্যাচিং প্যান্ট এবং স্লিপার্সে। এই পোস্টটির ক্যাপশনে জাহ্নবী এই লেখেন “শীঘ্রই আসছে”। এর পরেই শুরু হয় গুঞ্জন।
advertisement

অর্জুনও তাঁর Instagram Story -তে একই পোস্ট করেন সঙ্গে হ্যাশট্যাগ যোগ করে লেখেন “#WAITFORIT” পোস্টটির পাশাপাশি অভিনেতা তাঁর ভক্তদের উদ্দেশে লেখেন তোমরা বলতে পারবে কী আসতে চলেছে?

ভাই-বোনের এই দুটি পোস্টের পরই প্রশ উঠতে শুরু করেছে কী আসতে চলেছে। তবে আর যাই হোক, ভাই-বোনের এই জুটিকে দর্শকরা প্রথমবার কোনওকিছুতে দেখতে পাবে ভেবে উচ্ছ্বসিত। অর্জুন ও জাহ্নবী বনি কাপুরের (Boney Kapoor) সন্তান। বনির প্রথম পক্ষের স্ত্রী মোনা শৌরি কাপুর (Mona Shourie Kapoor) এর সন্তান হলেন অর্জুন, অন্যদিকে বনির দ্বিতীয় পক্ষের স্ত্রী অভিনেত্রী শ্রীদেবী (Sridevi) এর কন্যা হলেন জাহ্নবী। অর্জুন ও জাহ্নবী-কে একসঙ্গে দেখা গিয়েছিল জনপ্রিয় সেলিব্রিটি চ্যাট শো কফি উইথ করণ ৬ (Koffee With Karan 6) -এ।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

বলিউডে পা রাখা থেকে শুরু করে জাহ্নবীকে বিভিন্ন ধরনের চরিত্রে দেখা গিয়েছে। কার্গিল গার্ল গুঞ্জন সাক্সেনা (Kargil Girl Gunjan Saxena) এর বায়োপিক নিয়ে কাজ করার পর, অভিনেত্রীক দেখা গিয়েছিল রাজকুমার রাও (Rajkumar Rao) ও বরুণ শর্মার (Varun Sharma) সঙ্গে হরর কমেডি রুহি-তে (Roohi)। অর্জুনকে সম্প্রতি দেখা গিয়েছে সর্দার কা গ্র্যান্ডসন (Sardar Ka Grandson) ছবিতে। তবে এখনও সঠিকভাবে বলা যাচ্ছে না, যে এই ভাই-বোনের জুটি দর্শকদের কী উপহার দিতে চলেছে। তবে এটা বলাই যায় তাঁদের রিয়েল লাইফ নিয়ে মানুষ যতটা আগ্রহী, তাঁদেরকে রিল লাইফে দেখতে পাওয়ার জন্য তার থেকে বেশি উৎসাহি তাঁদের অনুরাগীরা।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
Arjun kapoor-Jhanvi Kapoor|| এ বারে স্ক্রিন শেয়ার করবেন দাদা-বোন! অর্জুন-জাহ্নবীর Instagram পোস্ট ঘিরে জল্পনা...
Open in App
হোম
খবর
ফটো
লোকাল