TRENDING:

ভয়-যৌনতার মিশেল, রাগিনি এমএমএস রিটার্নের ট্রেলার !

Last Updated:

২০১১-তে এসেছিল রাগিনি এমএমএস ৷ বক্স অফিসে ভয়াল ঝড় তুলেছিল একতা কাপুরের প্রযোজনায় তৈরি এই ছবি ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: ২০১১-তে এসেছিল রাগিনি এমএমএস ৷ বক্স অফিসে ভয়াল ঝড় তুলেছিল একতা কাপুরের প্রযোজনায় তৈরি এই ছবি ৷ সেই ছবির সাফল্যকে সঙ্গে নিয়ে ২০১৪ সালে ফের বড়পর্দায় দেখা মিলল রাগিনি এমএমএস ২-এর ৷ আর এবার ভয়ের সঙ্গে দেখা মিলল সানি লিয়ন ও তাঁর উদ্যম যৌনতার ৷ ফের আসছে রাগিনি এমএমএস ৷ এবার নাম রাগিনি এমএমএস রিটার্নস ৷ তবে এবার বড়পর্দায় নয়, বরং ওয়েব সিরিজে আসতে চলেছে একতা কাপুরের এই নয়া রাগিনি এমএমএস ৷
advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
চাষাবাদ ছেড়ে চারাগাছ তৈরি করে মোটা টাকা রোজগার করছেন নন্দকুমারের চাষিরা
আরও দেখুন

প্রকাশ্যে এসেছে রাগিনি এমএমএস রিটার্নসের ট্রেলার ৷ আর ট্রেলারেই দেখা মিলল, এই ছবি কতটা ভয়ানক হতে চলেছে ৷ ছবিতে বোল্ড রূপে দেখা যাবে টিভি সিরিয়ালের অভিনেত্রী কাশ্মিরা শর্মাকে ৷ সঙ্গে রয়েছেন রিয়া সেনও ৷ ভয়ের সঙ্গে যৌনতা মিশিয়ে একতার ওয়েব সিরিজ দর্শকের যে চোখ টানতে তা আন্দাজ করা যাচ্ছে ট্রেলার থেকেই !

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
ভয়-যৌনতার মিশেল, রাগিনি এমএমএস রিটার্নের ট্রেলার !