স্বামীর হাতে সিঁদুর পরেই, সিঁদুর খেলা শুরু করলেন অভিনেত্রী৷ তারপর প্রিয় মানুষটির গালে দিলেন চুমু৷ এভাবেই যেন শুরু হল তাঁর মিষ্টিমুখ! বিজয়ায় বড়দের প্রণাম, ছোটদের ভালবাসা ও সমবয়সীদের আলিঙ্গনের রীতি রয়েছে৷ খানিক সেই রীতি মেনেই স্বামীকে আদর করলেন বং সুন্দরী৷
advertisement
আরও পড়ুন প্রেমিক স্বামী-লাজুক বউ, পুজোর প্রেম কাকে বলে বুঝিয়ে দিলেন রাজ-শুভশ্রী! ছবি রাইল
২০১৬-তে বিয়ে করেন দু’জনে৷ তারপর থেকেই বিজয়ায় নিয়ম করে সিঁদুর খেলেন বিপাশা৷ মুম্বইয়ের অভিনেত্রী কোনও ভাবেই বাঙালিয়ানা ভোলেননি৷ এখনও প্রতিটি বাঙালি রীতি পালন করেন বিপস৷ তাতে সামিল হয়েছেন তাঁর স্বামী করণও৷ এবার পুজোতেও তার ব্যতিক্রম হল না৷ নিময় মেনে অষ্টমীর অঞ্জলী হোক বা বিজয়ায় বরণ ও সিঁদুর খেলা সবেই চুটিয়ে মজা করলেন বিপাশা করণ৷