প্রেমিক স্বামী-লাজুক বউ, পুজোর প্রেম কাকে বলে বুঝিয়ে দিলেন রাজ-শুভশ্রী! ছবি রাইল

Last Updated:
1/5
প্রেমে গদগদ দু’জনেই৷ ছবি দেখে বোঝার উপায় নেই যে এদের বিয়ে হয়েছে বছর কয়েক বছর! এখনও প্রেম এতটাই গাঢ়! Photo Courtesy: Instagram
প্রেমে গদগদ দু’জনেই৷ ছবি দেখে বোঝার উপায় নেই যে এদের বিয়ে হয়েছে বছর কয়েক বছর! এখনও প্রেম এতটাই গাঢ়! Photo Courtesy: Instagram
advertisement
2/5
পুজো মানেই প্রেম৷ পুজোর দিনে প্রেমে গা ভাসানোই রীতি৷ কথায় বলে যে প্রেম নাকি গোপনে বাড়ে! কিন্তু রাজ-শুভশ্রীকে দেখে সেটা বোঝার উপায় কি আছে? মোটেই না৷ এই পুজোতে এমনভাবে প্রকাশ্যে সুন্দরী বউয়ের সঙ্গে প্রেম জমালেন রাজ, দেখেই মন ভরল সকলের৷ Photo Courtesy: Instagram
পুজো মানেই প্রেম৷ পুজোর দিনে প্রেমে গা ভাসানোই রীতি৷ কথায় বলে যে প্রেম নাকি গোপনে বাড়ে! কিন্তু রাজ-শুভশ্রীকে দেখে সেটা বোঝার উপায় কি আছে? মোটেই না৷ এই পুজোতে এমনভাবে প্রকাশ্যে সুন্দরী বউয়ের সঙ্গে প্রেম জমালেন রাজ, দেখেই মন ভরল সকলের৷ Photo Courtesy: Instagram
advertisement
3/5
শুভশ্রীর এই ছবি পোস্ট করে একটি হিন্দি গানের লাইন লিখেছেন রাজ৷ তিনি লিখেছেন যে ছুঁ কর মেরে মন কো কিয়া তুনে ক্যায় ইশারা! অর্থাৎ রাজের মন ছুঁয়ে গিয়েছেন শুভশ্রী৷ Photo Courtesy: Instagram
শুভশ্রীর এই ছবি পোস্ট করে একটি হিন্দি গানের লাইন লিখেছেন রাজ৷ তিনি লিখেছেন যে ছুঁ কর মেরে মন কো কিয়া তুনে ক্যায় ইশারা! অর্থাৎ রাজের মন ছুঁয়ে গিয়েছেন শুভশ্রী৷ Photo Courtesy: Instagram
advertisement
4/5
আরও একটি ছবি পোস্ট করেছেন রাজ৷ দেখা যাচ্ছে যে মজাচ্ছ্বলে শুভশ্রী তাঁর গলা চেপে ধরেছেন৷ এই ছবি পোস্ট করে তিনি লিখেছেন যে তোমার হাতে মরতেও রাজি আর সেই মৃত্যু হবে সুখের৷ তাহলেই বুঝুন প্রেম!  Photo Courtesy: Instagram
আরও একটি ছবি পোস্ট করেছেন রাজ৷ দেখা যাচ্ছে যে মজাচ্ছ্বলে শুভশ্রী তাঁর গলা চেপে ধরেছেন৷ এই ছবি পোস্ট করে তিনি লিখেছেন যে তোমার হাতে মরতেও রাজি আর সেই মৃত্যু হবে সুখের৷ তাহলেই বুঝুন প্রেম! Photo Courtesy: Instagram
advertisement
5/5
আপনাদের প্রেম এমনই অটুট থাকুক৷ ভাল কাটুক পুজো৷ প্রেমও হোক জমিয়ে এমনই কমনা রইল৷ Photo Courtesy: Instagram
আপনাদের প্রেম এমনই অটুট থাকুক৷ ভাল কাটুক পুজো৷ প্রেমও হোক জমিয়ে এমনই কমনা রইল৷ Photo Courtesy: Instagram
advertisement
advertisement
advertisement