'দে দনা দন' অভিনেত্রী নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেছেন, 'গতকাল আমি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছি। আমরা সবাই ভালো আছি এবং ঈশ্বরের আশীর্বাদে সব রকম সাবধানতা নিচ্ছি। শাশুড়িও করোনা পজিটিভ হয়েছেন এবং আলাদা রয়েছেন। যতদিন না সুস্থ হচ্ছি ততদিন বাড়িতেই কোয়ারান্টিনে রয়েছি আমরা। আমি জানি আমার ফ্যানেরা আমার মুখে হাসি ফোটাবে। এই সময়টা শক্তিশালী ও পজিটিভ থাকতে হবে আমাদের। একসঙ্গে রয়েছি এবং সতর্ক রয়েছি।' সঙ্গে হাতজোর করা একটি ইমোজি শেয়ার করেছেন অভিনেত্রী।
advertisement
২০০২ সালে সোহেল খানের সঙ্গে 'ম্যায়নে দিল তুঝকো দিয়া' ছবিতে বলিউডে অভিষেক করেছিলেন সমীরা। এর পর 'ডরনা মানা হ্যায়', 'মুসাফির', 'ট্যাক্সি নম্বর ৯২১১', 'দে দনা দন', 'রেস' ও 'তেজ'-এর মতো ছবিতে কাজ করেছেন তিনি। ২০১৪ সালে অক্ষয় ভার্দের সঙ্গে বিয়ে করেছিলেন তিনি। এখন সান্স ও নীরা নামের দুই সন্তানের মা তিনি। দীর্ঘদিন অভিনয় জগতে না দেখা গেলেও, সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট সক্রিয় তিনি।