সাহসী বলিউড অভিনেত্রী৷ বিয়ের আগে তিনি গর্ভবতী হয়েছিলেন৷ তারপর বিয়ের সিদ্ধান্ত নেন তিনি৷ এবার সন্তানকে স্তন্যপানের ব্যপারেও তিনি নিলেন সাহসী পদক্ষেপ৷ তবে শুধু নিজের জন্য নন৷ তিনি এবার এই নিয়ে শুরু করলেন প্রচার৷ ফ্রিডম টু ফিড (#freedomtofeed) নিয়ে হাজির তিনি৷ বলছেন সন্তানকে স্তন্যপান করানোর মধ্যে তো কোনও লজ্জা নেই৷ তাহলে কেন সবার সামনে তা করা যাবে না? তিনি নিজেই নন, এই প্রচারের মধ্যমে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুললেন নায়িকা৷
advertisement
আরও পড়ুন বন্ধ হয়েছে মেয়ের ঋতুস্রাব, খোদ বাবার কুকর্মে ১৫ বছরের সন্তান গর্ভবতী!
এই নায়িকা আর কেউ নন, নেহা ধুপিয়া৷ সোজাসাপটা কথা বলতে পছন্দ করেন তিনি৷ অনেক বিষয়ে খোলাখুলি মতামত দেন৷ নির্ভীক হিসেবেই পরিচিত নেহা, লিখেছেন স্তন্যপান নিয়ে নিজের অসহায়তার কথা৷ তিনি জানিয়েছেন যে একবার বিমানে মেয়েকে দুধ খাওয়াতে তাকে বিমানের টয়লেটে যেতে হয়েছিল৷ বিমান অবতারণের সময় বিমানের টয়লেটে থাকা চলে না৷ তাই তিনি শান্তিতে মেয়ে স্তন্যপান করাতে পারছিলেন না, শুধু মনে হচ্ছিল এই বুঝি তাকে বাইরে যেতে অনুরোধ করা হয়৷ নিজের এই অভিজ্ঞতা থেকেই #freedomtofeed শুরু করেছেন নেহা৷ বলছেন সন্তানকে স্তন্যপান করানো জরুরি এবং তা হোক প্রকাশ্যে, আড়ালে নয়৷