TRENDING:

অভিষেককে ধন্যবাদ জানাল বিএমসি, অভিনেতাকে দ্রুত সুস্থ হওয়ার শুভেচ্ছা

Last Updated:

জলসার বাইরে লাগিয়ে দেওয়া হয়েছে কন্টেইনমেন্ট জোন বোর্ড

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মু্ম্বই: করোনা ভাইরাসে আক্রান্ত হলেন বলিউড শহেনশাহ অমিতাভ বচ্চন ও তাঁর ছেলে অভিনেতা অভিষেক বচ্চন ৷ দু’জনেই করোনা আক্রান্ত হওয়ার খবর ট্যুইট করে জানান ৷ আপাতত চিকিৎসাধীন রয়েছেন মুম্বইয়ের নানাবতী হাসপাতালে ৷
advertisement

হাসপাতাল সূত্রের খবর অনুযায়ী, খুব কম উপসর্গ নিয়েই হাসপাতালে ভর্তি হয়েছেন অমিতাভ ও অভিষেক ৷ দু’জনের শারীরিক অবস্থা স্থিতিশীল ৷ দু’জনেরই অন্যান্য টেস্ট করা হচ্ছে ৷ চিকিৎসকদের কড়া নজরে রয়েছেন বিগবি ও জুনিয়ার বি ৷ অমিতাভকে রাখা হয়েছে হাসপাতালের আইসোলেশন ইউনিটে ৷

বিএমসি বা বৃহন্মুম্বই পুর নিগমের সঙ্গে সবরকম সহযোগিতা করার জন্য অভিষেক বচ্চনকে ধন্যবাদ জানিয়েছে। সেই সঙ্গে বিগ বি আর তাঁর দ্রুত সুস্থ হওয়ার শুভেচ্ছা জানিয়েছে। শনিবার অভিষেক ট্যুইট করে জানিয়েছিলেন যে বিএমসি বা বৃহন্মুম্বই পুর নিগমের সঙ্গে সবরকম সহযোগিতা করছে বচ্চন পরিবার।

advertisement

advertisement

সকালেই বিএমসির একটি টিম হাজির হয় অমিতাভ বচ্চনের বাড়ি জলসায়। জুহুতে অবস্থিত এই বাংলো ও তার আশপাশের গোটা এলাকা স্যানিটাইজ করবে বিএমসি। নিয়ম মেনেই সিল করা হবে বচ্চনের বাংলো।

তবে ইতিমধ্যেই মুম্বইয়ে অমিতাভের বাংলো জলসাতে পৌঁছে গিয়েছে বিএমসি-র কর্তৃপক্ষরা ৷ সঙ্গে ছিলেন কয়েকজন চিকিৎসকও ৷

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

আপাতত, সিল করা হয়েছে জলসা ৷ জলসার বাইরে লাগিয়ে দেওয়া হয়েছে কন্টেইনমেন্ট জোন বোর্ড ৷ পুলিশ ব্যারিকেড দিয়ে ঘিরে দিয়েছে জলসার আশপাশ৷

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
অভিষেককে ধন্যবাদ জানাল বিএমসি, অভিনেতাকে দ্রুত সুস্থ হওয়ার শুভেচ্ছা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল