তবে শুধুই বিগ বি নয়, একই কারণে নোটিস পাঠানো হয়েছে রাজকুমার হিরানি, পঙ্কজ বালাজি, হরিশ খন্ডেলওয়াল, ওবেরায় রিয়েলটিকে ৷
মুম্বইয়ের গোরেগাঁও এলাকায় ফিল্মসিটির কাছে বহুদিন ধরেই বেশ কয়েকটি বিলাসবহুল বাংলো তৈরির কাজ চলছে । আর সেখানেই অমিতাভ বচ্চন-সহ বেশ কয়েকজন বলিউড সেলেব বাংলো কিনেছেন। তথ্য জানার অধিকার আইনে আবেদনকারী অনিল গলগলি-র কথা অনুযায়ী, ওই বাংলো গুলোর নির্মাণে পুরসভার অনুমোদিত প্ল্যানে বেশ কিছু অদলবদল ঘটানো হয়েছে।
advertisement
প্ল্যান বদলের বিষয়টি নজরে আসার পরই, বিএমসি বাংলো নির্মাণকারী সংস্থাকে স্পষ্ট জানায়, বাংলোর বেআইনি অংশ ভেঙে ফেলতে হবে, নয়তো ফের নতুন করে বাংলোর প্ল্যান পুরসভায় জমা দিতে হবে।
খবর অনুযায়ী, নির্মীয়মাণ বাংলোটি পরিদর্শন করে গিয়েছেন পুরসভার আধিকারিকরা। পরিদর্শনে বেশ কিছু অনিময় ধরা পড়েছে। নোটিস পাওয়ার পর পুরসভার নতুন প্ল্যানও জমা দিয়েছিলেন বাংলোর স্থপতি শশাঙ্ক কোকিল। কিন্তু, সেই প্ল্যান অনুমোদন হয়নি বিএমসির পক্ষ থেকে। এরপরই বেআইনি নির্মাণ ভেঙে দেওয়ার নির্দেশ দেওয়া হয় বিএমসি-র পক্ষ থেকে।