শ্রমিক আন্দোলনের প্রথম সারির নেতা জর্জ। অটল বিহারী বাজপেয়ীর অন্যতম সহযোদ্ধা, ১৯৯৯ সালের এনডিএ সরকারের প্রতিরক্ষামন্ত্রী ছিলেন । তাঁর আমলেই কার্গিল যুদ্ধে সাফল্য পায় ভারত। প্রতিরক্ষামন্ত্রক ছাড়াও তথ্য সম্প্রচার, শিল্প, এবং রেলমন্ত্রকের অস্থায়ী দায়িত্ব সামলেছেন জর্জ ফার্ন্ডান্ডেজ। জরুরি অবস্থা চলাকালীন ইন্দিরা গান্ধীর অন্যতম প্রবল বিরোধী মুখগুলির মধ্যেও তিনি ছিলেন একজন। সেসময়ই তিনি সমতা পার্টি প্রতিষ্ঠা করেন। প্রতিরক্ষামন্ত্রী থাকাকালীন বিতর্কও পিছু ছাড়েনি তাঁর। নাম জড়িয়েছিল কফিন দুর্নীতিতে। এরপর পদত্যাগও করেন। পরে অবশ্য, ক্লিনচিট পেয়ে যান তদন্তে। বিমান অপহরণের পর এনডিএতে থাকাকালীনই আডবানীর বিরোধিতায় সরব হয়েছিলেন জর্জ ফার্নান্ডেজ। দীর্ঘদিন ধরে অ্যালজাইমার্স এবং পার্কিনসন্স রোগে ভুগছিলেন প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী। মৃত্যুর আগে সোয়াইন ফ্লুতেও আক্রান্ত হন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী। ২৭ জানুয়ারি সকাল ৭টা নাগাদ শেষ নিশ্বাস ত্যাগ করেন জর্জ ফার্ন্ডান্ডেজ।
advertisement
কয়েক বছর ধরেই বায়োপিকের হিড়িক পড়ে গিয়েছে বলিউডে। এবছর যে ক’টি সিনেমা প্রথম মাসে মুক্তি পেয়েছে তার মধ্যে দু’টিই বায়োপিক। ‘ঠাকরে’ ও ‘মণিকর্ণিকা’। এরপরও রয়েছে বায়োপিকের তালিকা। রাকেশ শর্মার বায়োপিক, সাইনা নেহওয়ালের বায়োপিক ও ‘সুপার ৩০’।
আরও পড়ুন-ডেটিং মানে শুধুই নয় যৌন হাতছানি, কি বলছেন দেশি গার্ল, দেখুন ভিডিও