মুম্বই ক্রাইম ব্রাঞ্চ, এই মামলায় শিল্পাকেও জিজ্ঞাসাবাদ করেন। সোশ্যাল মিডিয়ায় শিল্পাকে নিয়ে প্রচুর ট্রোল করা হয়। সেই কঠিন সময়ে শমিতা দিদির পাশে থাকতে পারেননি। বিগ বসকে দেওয়ার প্রতিশ্রুতি মেনে শোয়ে অংশ নিয়েছেন। শমিতা তাই নিয়ার কাছে সাংকেতিক ভঙ্গিমায় বাইরের খবর জিজ্ঞেস করেছেন। এর উত্তরে নিয়াও বলেছেন, “চিন্তার কোনও কারণ নেই বাইরে সবকিছু ঠিক আছে। আমি যখন বিগ বসের ঘরে ঢুকেছি তখনও পর্যন্ত কারোর কোনও মৃত্যুর খবর আমি পাইনি।” তখন শমিতা খুব স্পষ্টভাবে বলেন, “আমি কিন্তু আমার বিষয়ে জানতে চেয়েছিলাম।” শমিতা এরপর আরও পরিষ্কারভাবে বলার চেষ্টা করলে নিয়া কিছু বুঝতে পারেনি সে আসলে কি বলতে চাইছেন। এরপরই নিয়া বলেন, “তুমি চিন্তা করো না, বাইরে তোমার দিদির অবস্থা ঠিকঠাক।” শোয়ের নিয়ম অনুযায়ী বিগ বসের ঘরে কোনও প্রতিযোগী বাইরের বিষয় নিয়ে আলোচনা করতে পারে না। সেই কারণে শমিতাও খোলাখুলি এই প্রশ্ন করতে পারেননি।
advertisement
সোশ্যাল মিডিয়ায় দর্শকদের প্রতিক্রিয়া এসেছে, যে নিয়া শমিতার প্রশ্ন কেন বুঝতে পারেনি। এমনটা নয়, যে নিয়া রাজ কুন্দ্রার কেস সম্পর্কে কিছুই জানেন না। শোতে শমিতা পরিবারের কথা মনে করে বহুবার চোখের জল ঝড়িয়েছেন। শেষ নমিনেশনে বাড়ি থেকে আসা চিঠি প্রত্যাখ্যান করেছেন। রাকেশ বাপটকে (Raqesh Bapat) বাঁচাবার জন্য।