নিজের ইন্সটাগ্রাম (Instagram) অ্যাকাউন্টে সেই সব ছবি শেয়ার করেছেন নিজের অনুগামীদের সঙ্গে। সবুজ সবুজে ঘেরা একটি পাহাড়ি জায়গায় পুলের ধারে নিজের 'মি টাইম' উপভোগ করছেন অভিকা। চোখ টানছে তাঁর চাবুক ফিগার আর লাস্যময়ী ভঙ্গিমা।
গোলগাল কিউট অভিকা নিজের কেরিয়ার শুরু করেছিলেন একজন শিশু-অভিনেত্রী হিসেবে বালিকা বধূ ধারাবাহিক দিয়ে। সংবাদমাধ্যমকে তিনি জানালেন যে কী ভাবে ওজন কম করার লক্ষ্য পূরণ করতে গিয়ে আত্মত্যাগ করতে হয়েছে। কিছু দিন আগেও নিজের ক্রমাগত বাড়তে থাকা ওজন নিয়ে চিন্তায় ছিলেন তিনি। মোটা হয়ে গিয়েছিলেন বলে বেশ কিছু শারীরিক সমস্যাও হচ্ছিল তাঁর। তাঁর চেহারার সঠিক কোনও আকারও ছিল না বেশ কিছু দিন আগে। কিন্তু ভোল পাল্টে ১৩ কেজি ওজন কমিয়ে অভিকা এখন ছিপছিপে বেতস শরীর নিয়ে গর্ব করছেন।
সংবাদমাধ্যমকে দেওয়া একটি সাক্ষাৎকারে এই নিয়ে অকপট হয়েছিলেন তিনি। অভিকা যখন পর্দায় আত্মপ্রকাশ করেন, দেশ জুড়ে অসংখ্য মানুষ তাঁর ভক্ত হয়ে যান। ছোট্ট মেয়ে আনন্দী কী ভাবে সংসার সামলায়, কী ভাবে সে স্বামীর সঙ্গে কথা বলে, এই সব কিছু দেখার জন্য মুখিয়ে থাকত জনতা। তবে কম বয়সে এতটা লাইমলাইট কিছুটা হলেও কেরিয়ারের ক্ষতি করেছিল। কারণ সেই যে সহজ-সরল রূপে দর্শক একবার তাঁকে দেখেছিলেন, এর পর আর অন্য কোনও ভূমিকায় ফিরে আসা একটু কঠিন ছিল তাঁর পক্ষে।
শ্বশুরাল সিমর কা (Sasural Simar ka) ধারাবাহিকে আবার দেখা যায় তাঁকে। কিছু হিন্দি আর দক্ষিণের ছবিতেও কাজ করেছেন তিনি। নিজেকে ভিতর থেকে পাল্টে ফেলার তাগিদ অনুভব করেছিলেন বলেই বাইরেটা পাল্টে ফেলতে পেরেছেন বলে জানিয়েছেন তিনি!