TRENDING:

শরীর যেন চাবুক! পাহাড়ের কনকনে ঠান্ডায় নীল বিকিনিতে দুঃসাহসী 'বালিকা বধূ', ঝড়ের গতিতে ভাইরাল ছবি...

Last Updated:

সম্প্রতি অভিকা কমিয়ে ফেলেছেন বাড়তি ওজন, তার সঙ্গে যোগ হয়েছে দুর্দান্ত মেকওভার। শুধু ওজন কমিয়ে বা মেকওভার করে ক্ষান্ত হননি অভিনেত্রী। নীল রঙা টু-পিসে আগুন লাগিয়েছেন অভিকা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: অভিকা গোরকে (Avika Gor) মনে আছে? সত্যিই মনে রতে পারছেন না? আনন্দী? এইবার নিশ্চয়ই মনে পড়েছে? আপামর ভারতবাসীর মন জয় করেছিলেন অভিকা বালিকা বধূ (Balika Vadhu) আনন্দী রূপে। কিন্তু অভিকার যে সরল ছবি আপনার মনের কোণে আছে, আজকের অভিকার সঙ্গে তার আকাশ-পাতাল তফাৎ। সম্প্রতি অভিকা কমিয়ে ফেলেছেন বাড়তি ওজন, তার সঙ্গে যোগ হয়েছে দুর্দান্ত মেকওভার। আর সত্যি বলতে কী, অভিকাকে একদমই চেনা যাচ্ছে না। আর শুধু ওজন কমিয়ে বা মেকওভার করে ক্ষান্ত হননি অভিনেত্রী। নীল রঙা টু-পিস বিকিনি পরে আগুন লাগিয়েছেন অভিকা। হয়েছেন দুঃসাহসী।
advertisement

নিজের ইন্সটাগ্রাম (Instagram) অ্যাকাউন্টে সেই সব ছবি শেয়ার করেছেন নিজের অনুগামীদের সঙ্গে। সবুজ সবুজে ঘেরা একটি পাহাড়ি জায়গায় পুলের ধারে নিজের 'মি টাইম' উপভোগ করছেন অভিকা। চোখ টানছে তাঁর চাবুক ফিগার আর লাস্যময়ী ভঙ্গিমা।

গোলগাল কিউট অভিকা নিজের কেরিয়ার শুরু করেছিলেন একজন শিশু-অভিনেত্রী হিসেবে বালিকা বধূ ধারাবাহিক দিয়ে। সংবাদমাধ্যমকে তিনি জানালেন যে কী ভাবে ওজন কম করার লক্ষ্য পূরণ করতে গিয়ে আত্মত্যাগ করতে হয়েছে। কিছু দিন আগেও নিজের ক্রমাগত বাড়তে থাকা ওজন নিয়ে চিন্তায় ছিলেন তিনি। মোটা হয়ে গিয়েছিলেন বলে বেশ কিছু শারীরিক সমস্যাও হচ্ছিল তাঁর। তাঁর চেহারার সঠিক কোনও আকারও ছিল না বেশ কিছু দিন আগে। কিন্তু ভোল পাল্টে ১৩ কেজি ওজন কমিয়ে অভিকা এখন ছিপছিপে বেতস শরীর নিয়ে গর্ব করছেন।

advertisement

সংবাদমাধ্যমকে দেওয়া একটি সাক্ষাৎকারে এই নিয়ে অকপট হয়েছিলেন তিনি। অভিকা যখন পর্দায় আত্মপ্রকাশ করেন, দেশ জুড়ে অসংখ্য মানুষ তাঁর ভক্ত হয়ে যান। ছোট্ট মেয়ে আনন্দী কী ভাবে সংসার সামলায়, কী ভাবে সে স্বামীর সঙ্গে কথা বলে, এই সব কিছু দেখার জন্য মুখিয়ে থাকত জনতা। তবে কম বয়সে এতটা লাইমলাইট কিছুটা হলেও কেরিয়ারের ক্ষতি করেছিল। কারণ সেই যে সহজ-সরল রূপে দর্শক একবার তাঁকে দেখেছিলেন, এর পর আর অন্য কোনও ভূমিকায় ফিরে আসা একটু কঠিন ছিল তাঁর পক্ষে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

শ্বশুরাল সিমর কা (Sasural Simar ka) ধারাবাহিকে আবার দেখা যায় তাঁকে। কিছু হিন্দি আর দক্ষিণের ছবিতেও কাজ করেছেন তিনি। নিজেকে ভিতর থেকে পাল্টে ফেলার তাগিদ অনুভব করেছিলেন বলেই বাইরেটা পাল্টে ফেলতে পেরেছেন বলে জানিয়েছেন তিনি!

বাংলা খবর/ খবর/বিনোদন/
শরীর যেন চাবুক! পাহাড়ের কনকনে ঠান্ডায় নীল বিকিনিতে দুঃসাহসী 'বালিকা বধূ', ঝড়ের গতিতে ভাইরাল ছবি...
Open in App
হোম
খবর
ফটো
লোকাল