‘গেন্দা ফুল’ গানটি প্রকাশিত হওয়ার পর থেকেই বিতর্ক শুরু হয় চারিদিকে। রতন কাহার News18 বাংলাকে জানান, বাদশা এই গানের জন্য কোনওরকম অনুমতি নেননি। কেউ জানাননি তাঁকে। তারপরেই বাদশা বলেন তিনি রতন কাহারের সঙ্গে কথা বলতে চান। News18 বাংলার মাধ্যমে রতন কাহারও সরাসরি বাদশার সঙ্গে কথা বলার ইচ্ছা প্রকাশ করেন। এরপর News18 বাংলার থেকে বাদশাহর টিমের সঙ্গে যোগাযোগ করা হয়। সেখান থেকেই রতন কাহারের ছেলের নম্বর চেয়ে নেয় টিম গেন্দা ফুল। এরপরেই রতনের সঙ্গে কথা হয় বাদশার। সাড়া পেয়ে আবেগে ভেঙে পড়েন রতন। তিনি জানান, দু'জনের মধ্যে নানা কথা হয় অনেকক্ষণ। রতন কাহারের কাছে গানও শুনতে চান বাদশাহ। রতন কাহারের সমস্ত ব্যাঙ্ক ডিটেলস জেনে নেন বাদশাহের টিমের সদস্য। সেই সঙ্গে বাদশাহ জানিয়েছেন, লক ডাউন মিটলেই রতন কাহারের সঙ্গে দেখা করবেন। একসঙ্গে গান গাইবেন, তৈরি করতে পারেন নতুন মিউজিক ভিডিও।
advertisement
স্বভাবতই শেষ বয়সে বাদশাহের মতো শিল্পীর থেকে সম্মান ও আর্থিক সাহায্যের প্রতিশ্রুতি পেয়ে আবেগে কেঁদে ফেলেন রতন কাহার। তার কয়েকদিনের মধ্যেই রতন কাহারকে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন বাদশাহ। এককালীন পাঁচ লক্ষ টাকা দিয়ে সাহায্য করলেন তাঁকে।
DEBAPRIYA DUTTA MAJUMDAR