২৮ জুলাই এই পুরো এপিসোডটি মুক্তি পাবে। একটি কমেন্টে আয়ুষ্মানকে ‘ভালো অভিনেতা’, তবে তাঁকে ‘হিরোর মতো দেখতে লাগে না’ বলে ট্রোল করা হয়েছে। ট্রোলের জবাবে তিনি আরবাজকে বলেন, “আমার মতে স্ক্রিপ্ট হল হিরো। আমি নিজের চোখে নিজেকে অনেক হ্যান্ডসাম দেখি”। অন্য আরেকজন অভিনেতাকে ট্রোল করে লেখে, “আমার মনে হয় উনি যৌনসুখ পান না, অর্গ্যাজম ফেক করেন”, আয়ুষ্মান এটি শুনে হাসতে হাসতে বলেন “পুরুষরা কখনও অর্গ্যাজম ফেক করতে পারে না”। এরই পাশাপাশি আয়ুষ্মান বলেন কেরিয়ারের শুরুতে অনেকগুলি ফ্লপের পর তাঁকে নিয়ে অনেক কুকথা লেখা হয়েছিল। আয়ুষ্মান তাঁর অভিনয় দক্ষতা বুঝিয়ে দেন ভিকি ডোনর (Vicky Donor) ছবি দিয়ে। এর পর নৌটঙ্কি শালা (Nautanki Saala), বেওয়াকুফিয়াঁ (Bewakoofiyaan), হাওয়াইজাদার (Hawaizaada) মতো ছবিতে অভিনয় করেন তিনি।
advertisement
আয়ুষ্মান আরও বলেন, “আমার প্রথম ছবির পরেই, তিনটি ছবি ব্যাক টু ব্যাক ফ্লপ হয়। মানুষ আমাকে নিয়ে লিখতে শুরু করেছিল যে এর দ্বারা কিছু হবে না। অভিনেতা হওয়াটা আপনার হাতে থাকে, তবে স্টার হয়ে ওঠা ভাগ্যের ওপর নির্ভর করে”।
পিঞ্চ শো-এর টিজারে আয়ুষ্মানকে নেটাগরিকদের করা বেশ কিছু অশালীন মন্তব্য পড়তেও শোনা যায়। এবিষয়ে অভিনেতা বলেন “ছবি, গান, নিয়ে মানুষের মন্তব্য করাটা মেনে নেওয়া সম্ভব, তবে কারও পরিবার নিয়ে অশালীন মন্তব্য করাটা ঠিক নয়”।