TRENDING:

ক্যান্সার কাড়লো চুল, ছলছল চোখে স্ত্রীকে কাছে টানলেন অভিনেতা আয়ুষ্মান ...

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই:  ক্যান্সারের খবরটা অনেক আগেই জানিয়েছেন ৷ চিকিৎসাও চলছে ৷ আর প্রথমদিন থেকে বেশ খোলাখুলি এই নিয়ে কথা বলেছেন আয়ুষ্মান খুরানা ও তাঁর স্ত্রী ৷ লড়াইয়ে না হারার মন্ত্র নিয়েছেন দুজনেই ৷ স্ত্রীর পাশে থেকে অভিনেতা ৷ সব রকমভাবে তাঁকে সমর্থন করেছেন ৷ এবার স্ত্রীর নতুন পদক্ষেপকেও সম্মান জানালেন অয়ুষ্মান ৷
advertisement

অয়ুষ্মান খুরানার স্ত্রী তাহিরা কাশ্যপের ক্যান্সের চিকিৎসা চলছে ৷ স্তন ক্যান্সারে আক্রান্ত তিনি ৷ ইতিমধ্যেই ১২বার কেমোথেরাপি হয়ে গিয়েছে তাঁর ৷ কেমোর পার্শ্বপ্রতিক্রিয়া হিসেবে উঠে গিয়েছে সব চুল ৷ তিনিও চান না  পটচুল পরে অযথা নিজেকে দুনিয়ার সামনে তুলে ধরতে ৷ তাই তো একেবারে চুল ছাড়া মাথার ছবি পোস্ট করেছেন তাহিরা ৷

advertisement

Photo Courtesy: Instagram

স্ত্রীর এই ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন আয়ুষ্মান ৷ আর তাঁর মন্তব্য হটি ! অর্থাৎ এই এই নতুন লুক যে ভারী মনে ধরেছে অভিনেতার সেটাই তিনি জানিয়েছেন ৷ শুধু আয়ুষ্মান নন, এই ছবিটি রিপোস্ট করেছেন হৃতিক রোশন, দিয়া মির্জা, দীপিকা পাড়ুকোনও ৷ সবাই তাহিরার এই নতুন লুককে সমর্থন করেছেন ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

বাংলা খবর/ খবর/বিনোদন/
ক্যান্সার কাড়লো চুল, ছলছল চোখে স্ত্রীকে কাছে টানলেন অভিনেতা আয়ুষ্মান ...