ছোট্ট আনন্দী আজ তন্বী । তাঁর জীবনে এখন প্রেম এসেছে । নিজেই সে কথা ফলাও করে জানিয়েছিলেন অভিকা । তাঁর বয়ফ্রেন্ডের নাম মিলিন্দ চন্দওয়ানি । মিলিন্দ পেশায় এনজিও ক্যাম্প ডায়রিজের প্রতিষ্ঠাতা । তাঁর স্বেচ্ছাসেবী সংগঠনের মাধ্যমে পিছিয়ে পড়া শিশুদের পড়াশোনার ব্যবস্থা করেন মিলিন্দ । তাঁকে নিয়েই ভবিষ্যতে ঘর বাঁধতে চান অভিকা ।
advertisement
কিন্তু এ কী কাণ্ড! হঠাৎই অন্য এক ব্যক্তির সঙ্গে গাঁটছড়া বেঁধে ফেললেন নায়িকা । কে সেই ব্যক্তি? আসলে এই ঘটনা রিয়েল লাইফের নয়, রিল লাইফের । খুব শীঘ্রই একটি মিউজিক অ্যালবাম লঞ্চ করতে চলেছে অভিকার । নাম ‘কাদিল’ । ভিডিওতে অভিকা ছাড়াও দেখা যাবে ‘শিকারা’-খ্যাত আদিল খানকে । সম্প্রতি ওই মিউজিক ভিডিও থেকে একটি স্ট্রিল ছবি শেয়ার করেছেন অভিকা । তাতে দেখা যাচ্ছে, আদিলের সঙ্গে চার্চে বিবাহের শপথ নিচ্ছেন অভিকা ।
অভিকা পরে রয়েছেন দুধ সাদা গাউন, আদিলের পরণে রয়েছে স্যুট । চার্চের ফাদারের সামনে শপথ নিচ্ছেন তাঁরা । অভিকা ও আদিল দু’জনেই ছবিটি শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায় ।