এবার নাকি আসতে চলেছেন শাহরুখ কন্যা সুহানা ৷ সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ি এই দিন আর বেশি দূরে নেই ৷ সম্প্রতি Vogue- প্রচ্ছদে এসেছেন বাদশার কন্যে৷ যা নিয়ে প্রচুর আলোচনা- প্রচুর সমালোচনা হয়েছে ৷ সেই সূত্র ধরেই খোঁজ করতে গিয়ে ‘Deccan Chronicle’-র দাবি বলিউডে সুহানা-র পা রাখা নাকি সময়ের অপেক্ষা ৷
advertisement
ইতিমধ্যেই যদিও শাহরুখ যদিও নিজের একাধিক সাক্ষাৎকারে বলেছেন , তিনি চান সুহানা যদি বলিউডে অভিনয়ও করতে চায় তাহলে আগে নিজের পড়াশুনোটা শেষ করে নিক ৷
আরও পড়ুন - অনুষ্কাও ভারতীয় ক্রিকেট দলের সদস্য! রেগে আগুন ফ্যানরা
এদিকে সর্বভারতীয় সংবাদমাধ্যমকে শাহরুখের খুব কাছের এক মানুষ জানিয়েছেন , ‘‘ বলার অবকাশ রাখে না করণ জোহরের হাত ধরেই বলিউডে আসবেন সুহানা ৷ তবে শাহরুখ ও গৌরী অন্য কোনও প্রযোজক -পরিচালক খুঁজছেন ৷ আমি যতদূর জানি সঞ্জয় লীলা বনশালি থেকে সুজয় ঘোষ সকলেই আগ্রহ দেখিয়েছেন সুহানাকে লঞ্চ করার জন্য৷ ও জন্ম অভিনেত্রী ৷ শাবানা আজমি একটি নাটকে সুহানার পারফরম্যান্স দেখে মুগ্ধ হয়েছিলেন ৷ ’’