অনুষ্কাও ভারতীয় ক্রিকেট দলের সদস্য! রেগে আগুন ফ্যানরা
Last Updated:
ছবি বিতর্কে জেরবার ভারতীয় বোর্ড, নাখুশ ক্রিকেট ফ্যানরা
#লন্ডন : বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা ৷ ভারতীয় ক্রিকেটের ফার্স্ট কাপল ৷ এঁরা দু‘জনেই সোশ্যাল মিডিয়ায় রীতিমতো অ্যাকটিভ ৷ নিয়মিত নিজেদের সেলফি, যুগল ছবি দেদার পোস্ট করেন ৷
বিরুষ্কার ফ্যানরাও রীতিমতো উচ্ছ্বসিত থাকেন তাঁদের এই পোস্ট ৷ তবে ভারতীয় বোর্ডের সাম্প্রতিক পোস্টে কিন্তু বেশ চটেছেন ভারতীয় ক্রিকেট ফ্যানরা ৷ লন্ডনে ভারতের হাইকমিশন একটি বিশেষ নৈশভোজ আয়োজন করেছিল ভারতীয় ক্রিকেট দলের জন্য ৷ সেখানেই হাজির ছিল ভারতীয় ক্রিকেট দল ৷ হাজির ছিলেন অনুষ্কা শর্মাও ৷ এই অবধি বোধহয় কোনও অসুবিধা ছিল না ৷ কিন্তু ভারতীয় বোর্ড নিজেদের টুইটার হ্যান্ডেলে ভারতীয় দলের সদস্য-রা ভারতীয় হাইকমিশনে - এই ট্যাগলাইন দিয়ে একটি ছবি পোস্ট করেছে ৷
advertisement
advertisement
সেখানে ভারতীয় দলের সব সদস্যদের সঙ্গে রয়েছেন অনুষ্কা শর্মা ৷ তিনি নিশ্চিত ভাবে ভারতীয় হাই কমিশনের প্রতিনিধি নন, আর ভারতীয় দলেরও সদস্য নন ৷ তাহলে কেন তিনি এই ছবিতে ৷ এই পোস্ট নিয়ে এখন উত্তাল সোশ্যাল মিডিয়া ৷
advertisement
advertisement
এছাড়াও আরও প্রশ্ন রয়েছে ৷ বিসিসিআই টেস্ট সিরিজ শুরুর আগেই নির্দেশ দিয়েছে ভারতীয় ক্রিকেটাররা এই সময় স্ত্রী ও বান্ধবীদের সঙ্গে থাকতে পারবেন না ৷ তাহলে কি নির্দেশনামা শুধুই মুখের কথা ৷
বৃহস্পতিবার থেকে শুরু হবে ভারত বনাম ইংল্যান্ড দ্বিতীয় টেস্ট ৷ তার আগে এই নয়া বিতর্ক ৷
view commentsLocation :
First Published :
August 08, 2018 1:04 PM IST