অর্পিতা নিজের ভাইয়ের ছবি পোস্ট করেছেন ৷ সেই ছবিতে ট্যাগলাইন লিখেছেন,‘ There’s nothing in this world that scared me & the only reason was I knew I had you by my side & you would never let anything happen to me. Now ayat has been blessed with the same security. These hands are god sent.Overwhelmed, grateful & thankful for @beingsalmankhan & my amazing mom @salmakhan1942 two people who only have love to give. যার অর্থ আমাকে কেউ ভয় দেখাতে পারে না , কারণ আমি জানি তুমি আমার পাশে আছ ৷ তাই আমার সঙ্গে কোনও খারাপ কিছু হতে পারে না ৷ এখন আয়াতও সেই সুরক্ষাই পাবে ৷ এই হাত ভগবানের পাঠানো ৷ আমি অভিভূত, আপ্লুত আমার ভাই ও মাকে নিয়ে ৷ ’
advertisement
২০১৪ সালে আয়ুষ শর্মাকে বিয়ে করেন অর্পিতা ৷ তাঁদের পুত্র সন্তানের নাম আহিল ৷ আয়াত জন্মানোর তিনদিন পর সোশ্যাল মিডিয়ায় প্রথম আয়াতের ছবি শেয়ার করেন তিনি ৷ লিখেছেন আমাদের পৃথিবীতে স্বাগত আয়াত ৷
আরও দেখুন