ছবি শেয়ার করে সোনম লেখেন যে, এটা তাঁদের নিউ ইয়র্ক ট্রিপের ছবি যেখানে আনন্দ তাঁকে প্রোপোজ করেন। তবে কমেন্ট বিভাগে আসল চমক দেন আনন্দ! সোনমের ভুল শুধরে দিয়ে তিনি লেখেন যে এই ছবি তোলা হয়েছিল আনন্দের জন্মদিনের পার্টিতে। আর এই পার্টির আয়োজন করেছিলেন সোনম স্বয়ং। আসলে এই ছবি তোলার বেশ কয়েক সপ্তাহ পরে সোনমকে প্রপোজ করেছিলেন তিনি।
advertisement
আর নায়িকার এই তারিখ ভুলে যাওয়ার বিষয়টি সোনমের অনুরাগীরা বেশ ভালোই উপভোগ করেছেন। একজন এই বিষয়ে মন্তব্য করেন যে এই ভাবে সঠিক তথ্য দিয়ে স্ত্রীকে বিব্রত করছেন আনন্দ। আবার কেউ লেখেন যে তারিখের সমস্যা বা ডেট ইস্যুজ। তবে অনেকেই যে আনন্দের এই মন্তব্যে বেশ মজা পেয়েছেন সেটা একের পর এক স্মাইলিং ইমোজি দেখেই বেশ বোঝা যাচ্ছে।
সোনম আর আনন্দের বিয়েটা অনেকটা রূপকথার রাজপুত্র আর রাজকন্যার বিয়ের মতো ছিল। দু’বছর মন দেওয়া-নেওয়ার মিষ্টি পর্ব সেরে দু'জনে সাত পাকে বাঁধা পড়েন ২০১৮ সালে। আর বিয়ের পর থেকেই দু'জনের অটুট বন্ধন রীতিমতো ঈর্ষার কারণ হয়ে দাঁড়ায়। সোনম আর আনন্দ দু'জনেই বেড়াতে ভালোবাসেন। তাঁদের নানা ছবি ইন্সটাগ্রামে প্রায়শই দেখা যায়। বর্তমানে লন্ডনের গ্লাসগো অঞ্চলে আনন্দের সঙ্গে রয়েছেন সোনম।
শ্রীমতি আহুজাকে শেষবার পর্দায় দেখা গিয়েছিল দ্য জোয়া ফ্যাক্টর (The Zoya Factor) ছবিতে। তবে ডালকার সলমনের (Dulquer Salmaan) বিপরীতে এই ছবি বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে। সোনম আপাতত ব্যস্ত আছেন দক্ষিণ কোরিয়ার ছবি ব্লাইন্ড অবলম্বনে নির্মিত ছবি নিয়ে! ছবির নাম হিন্দিতেও সম্ভবত একই রাখা হবে!