TRENDING:

Kaun Banega Crorepati 13 | Second Crorepati: কৌন বনেগা ক্রোড়পতির মঞ্চে ৭ কোটির জ্যাকপট প্রশ্ন খেললেন এই কোটিপতি, তার পর?

Last Updated:

মাঝে ৫০ লক্ষ টাকা পর্যন্ত জয় করতে পারলেও, দীর্ঘদিন কোনও প্রতিযোগী কোটি টাকা পাননি (Kaun Banega Crorepati 13 | Second Crorepati)।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: শুরু হয়ে গিয়েছে টেলিভিশনের জনপ্রিয় শো কৌন বনেগা ক্রোড়পতির ১৩তম (Kaun Banega Crorepati 13) সিজন। এই সিজনের দ্বিতীয় কোটিপতি পেল অমিতাভ বচ্চন (Amitabh Bachchan) সঞ্চালিত শো। গত সেপ্টেম্বরে প্রথম কোটিপতি হওয়ার পর এই শো-তে কেউ কোটি টাকা জয় করলেন (Kaun Banega Crorepati 13 | Second Crorepati)। মাঝে ৫০ লক্ষ টাকা পর্যন্ত জয় করতে পারলেও, দীর্ঘদিন কোনও প্রতিযোগী কোটি টাকা পাননি (Kaun Banega Crorepati 13 | Second Crorepati)। প্রথম কোটিপতি হয়েছিলেন এক দৃষ্টিশক্তিহীন শিক্ষিকা হিমানি বুন্দেলা। তার পর ফের কোটি টাকা জয় করলেন এই প্রতিযোগী।
advertisement

সংশ্লিষ্ট চ্যানেলের তরফে একটি নতুন প্রোমো শেয়ার করা হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখানেই দেখা গিয়েছে এই কোটিপতি হওয়ার ঝলক। প্রোমোতে দেখা গিয়েছে, উপনিষদ নিয়ে এক কোটি টাকার প্রশ্নের উত্তর সঠিক দিয়ে জিতে যাচ্ছেন তিনি। তার পর, অমিতাভ তাঁকে মনে করিয়ে দিচ্ছেন, এখনও খেলা শেষ হয়নি। সাত কোটির জ্যাকপট প্রশ্নও খেলেছেন এই প্রতিযোগী। অক্টোবরের ২১-২২ তারিখ নাগাদ এই শো টেলিকাস্ট করা হবে। প্রোমোতে অবশ্য, ৭ কোটি টাকার প্রশ্নের উত্তর প্রতিযোগী দিতে পেরেছেন কিনা তা নিয়ে ইঙ্গিত রেখে দেওয়া হয়েছে। আর তাতেই উন্মাদনা বেড়েছে কৌন বনেগা ক্রোড়পতির দর্শকদের।

advertisement

এর আগের প্রথম কোটিপতি হিমানি বুন্দেলাও ৭ কোটির প্রশ্ন খেলেছিলেন। তবে উত্তর না জানায় খেলা 'কুইট' করেছিলেন তিনি। কিন্তু এবার কি সাত কোটি জয় করেছেন এই প্রতিযোগী? সেই প্রশ্নের উত্তর অবশ্য শো টেলিকাস্ট না হলে জানাতে চায়নি চ্যানেল কর্তৃপক্ষ। সপ্তম এপিসোডে এক কোটি টাকার প্রশ্ন কোনও লাইফলাইন ছাড়াই উত্তর দিয়েছেন হিমানি বুন্দেলা। খেলেছেন সাত কোটির প্রশ্নও। কেবিসির ইতিহাসে যা এককথায় নজির বলা যেতে পারে। ষষ্ঠ এপিসোডের রোল ওভার প্রতিযোগী ছিলেন হিমানি। ১৩-তম সিজনে তিনিই হয়েছেন প্রথম ক্রোড়পতি হন।

advertisement

হিমানির হাতে এক কোটি টাকার চেক তুলে দিতে পেরে দারুণ উচ্ছ্বসিত হন শো-এর সঞ্চালক অমিতাভ বচ্চনও। এক কোটি জেতার পর সাত কোটির প্রশ্নও খেলেছেন হিমানি বুন্দেলা। সাত কোটির প্রশ্নে জিজ্ঞেস করা হয়, 'ডক্টর বি আর আম্বেদকর ১৯২৩ সালে লন্ডন স্কুল অফ ইকনমিক্সে যে থিসিস জমা করে পুরস্কৃত হয়েছিলেন তার নাম কী ছিল?' এর সঠিক উত্তর হত, 'দ্য প্রবলেম অফ দ্য রুপি'। যদিও হিমানি এই উত্তর নিয়ে বিশ্বাসী ছিলেন না, ফলে খেলা কুইট করেন তিনি। এবারের খেলায় রয়েছে সামান্য কয়েকটি বদল। শো-তে ফাস্টেস্ট ফিঙ্গার ফাস্ট রাউন্ডটি খানিক বদলে ফেলা হয়েছে। এবার হবে ফাস্টেস্ট ফিঙ্গার ফাস্ট ট্রিপল টেস্ট। একটির বদলে তিনটি সঠিক উত্তর যে সবচেয়ে কম সময়ে দিতে পারবে সেই যাবে হটসিটে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

আরও পড়ুন: সে কী, অমিতাভের জায়গায় KBC-র সঞ্চালক এবার সৌরভ গঙ্গোপাধ্যায়!

বাংলা খবর/ খবর/বিনোদন/
Kaun Banega Crorepati 13 | Second Crorepati: কৌন বনেগা ক্রোড়পতির মঞ্চে ৭ কোটির জ্যাকপট প্রশ্ন খেললেন এই কোটিপতি, তার পর?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল