TRENDING:

Deepika Padukone | Amitabh Bachchan: দীপিকা নাকি খুব 'পেটুক', অভিনেত্রী দিনে ক'বার খান জানেন? ফাঁস করলেন বিগ বি

Last Updated:

Deepika Padukone | Amitabh Bachchan: পরিচালক সুজিত সরকারের ছবি 'পিকু'-তে অভিনয় করে দর্শকদের মুগ্ধ করেছিলেন অমিতাভ বচ্চন ও দীপিকা পাডুকোন। বাবার চরিত্রে বিগবি ও মেয়ের চরিত্রে দীপিকার অভিনয় দাগ কেটেছিল দর্শকদের মনে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: পরিচালক সুজিত সরকারের ছবি 'পিকু'-তে অভিনয় করে দর্শকদের মুগ্ধ করেছিলেন অমিতাভ বচ্চন(Amitabh Bachchan) ও দীপিকা পাডুকোন (Deepika Padukone)। বাবার চরিত্রে বিগবি ও মেয়ের চরিত্রে দীপিকার অভিনয় দাগ কেটেছিল দর্শকদের মনে। তবে স্ক্রিনের ওপারেও তাঁদের বন্ডিং ছিল মজার। বিশেষ করে ছবির সেটে খাবার নিয়ে রয়েছে একটি মজার ঘটনা। টানটান মেদহীন চেহারার অধিকারিনী হলেও দীপিকা পাডুকোন তাঁর ভক্তদের কাছে খাদ্যরসিক হিসেবেই পরিচিত।
advertisement

তবে শুধু খাদ্য রসিকই নন। তিনি নাকি নিজের খাবার শেয়ারও করেন না। আর এই দাবি অমিতাভ বচ্চনের। পিকু ছবির সেটে নাকি নিজের খাবার কারও সঙ্গে ভাগই করতেন না দীপিকা। কৌন বনেগা ক্রোড়পতির একটি এপিসোডে এসেছিলেন দীপিকা ও পরিচালক ফারাহ খান। সেখানেই দীপিকা সম্পর্কে একের পরে এক তথ্য ফাঁস করেন বিগবি।

advertisement

অমিতাভ বচ্চন বলছেন, "সাধারণত একজন মানুষ দিনে তিন বার খাবার খায়। ব্রেকফাস্ট, লাঞ্চ ও ডিনার। কিন্তু আমার অভিজ্ঞতা আছে। দীপিকা ৩ মিনিট অন্তর অন্তর খাবার খায়। প্রতি তিন মিনিট অন্তর দীপিকা বাটিতে করে খাবার খায় আমি দেখেছি। কিন্তু আমায় কখনও জিজ্ঞাসা করেনি যে আমি কিছু চাই কিনা।" সঙ্গে সঙ্গে দীপিকা বলেন, "এটা সম্পূর্ণ মিথ্যে কথা। যখনই আমি টিফিন বক্স খুলতাম অমিতজি এসে জিজ্ঞাসা করতেন আমি কী খাচ্ছি।" এর উত্তরে আবার অমিতাভ বলেন, "এই শো-তে মিথ্যে কথা বলা নিষেধ।"

advertisement

আরও পড়ুন- বরখা অতীত? জল্পনা উসকে ইশাকে নিয়েই ভূত আর সম্পর্কের চোরা টানে ইন্দ্রনীল!

এই প্রসঙ্গে দীপিকার সঙ্গে মজা করতে থাকেন ফারাহ খানও। তিনি বলেন, "এই জন্য দীপিকা আমার সঙ্গে কাজ করছে, কারণ আমি বাড়িতে রান্না করা খাবার ওকে খাওয়াই।" এর পরে বিগবি ফারাহকেও মজা করে বলেন, "আপনি এত বিরিয়ানি আনতেন। কিন্তু কখনও আমায় একটুও দেননি।" উত্তরে ফারহা বলেন, "স্যর আপনি তো নিরামিষাসী। আর আমাদের বাড়িতে নিরামিষ বিরিয়ানি তো হয় না।" এই মজার আলোচনায় দর্শকরাও হাত তালিতে ভরিয়ে দেন।

advertisement

আরও পড়ুন- ‘তিনি এখনও আমাকে অনুপ্রাণিত করেন’, রাকেশ রোশনের জন্মদিনে আবেগঘন বার্তা পুত্র হৃতিকের

সেরা ভিডিও

আরও দেখুন
গঙ্গাসাগরের টানে প্যারিস থেকে ছুটে আসলেন দুই ভাই, মিশে গেলেন সকলের সঙ্গে 
আরও দেখুন

প্রসঙ্গত, কাজের দিক দিয়ে, দীপিকা পাডুকোন ও অমিতাভ বচ্চনকে আবার এক ছবিতে দেখা যাবে। হলিউডের বিখ্যাত ছবি ইনটার্ন-এর রিমেক হচ্ছে হিন্দিতে। সেখানেই দুই তারকা অভিনয় করবেন। এছাড়াও কপিল দেবের বায়োপিক ৮৩-তেও অভিনয় করেছেন।

Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
Deepika Padukone | Amitabh Bachchan: দীপিকা নাকি খুব 'পেটুক', অভিনেত্রী দিনে ক'বার খান জানেন? ফাঁস করলেন বিগ বি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল