Hrithik Roshan: ‘তিনি এখনও আমাকে অনুপ্রাণিত করেন’, রাকেশ রোশনের জন্মদিনে আবেগঘন বার্তা পুত্র হৃতিকের

Last Updated:

আন্তরিক বার্তায় রাকেশ রোশনকে (Rakesh Roshan) তাঁর জন্মদিনে শুভেচ্ছা জানালেন পুত্র হৃতিক (Hrithik Roshan) ৷

মুম্বই : আন্তরিক বার্তায় রাকেশ রোশনকে (Rakesh Roshan) তাঁর জন্মদিনে শুভেচ্ছা জানালেন পুত্র হৃতিক (Hrithik Roshan) ৷ ট্যুইটারে লিখলেন, ‘‘তাঁর ছেলে হওয়ার শ্রেষ্ঠতম দিক হল, তিনি এখনও আমাকে অনুপ্রাণিত করেন ৷ আমার ভিতরের অসম্ভব সত্তাকে বিশ্বাস করতে শেখায় সেই অনুপ্রেরণা৷’’ বাবার ৭২ তম জন্মদিনে হৃতিকের আশা, তিনিও পরবর্তীতে বাবার মতোই শক্ত মানসিকতার অধিকারী হবেন ৷
প্রসঙ্গত রাকেশের জন্ম ১৯৪৯ সালের ৬ সেপ্টেম্বর ৷ প্রথম ছবিতে অভিনয় ১৯৭০ সালে ৷ তিনি আত্মপ্রকাশ করেন ‘ঘর ঘর কি কহানি’ ছবিতে ৷ সে সময় বলিউডে অমিতাভ বচ্চন, রাজেশ খন্নার মতো মহাতারকার ভিড়েও নিজের জায়গা তৈরি করে নিয়েছিলেন ৷ রোম্যান্টিক ছবিতে রাকেশ ছিলেন অনেক পরিচালকেরই প্রথম পছন্দ ৷ ‘বুনিয়াদ’, ‘নফরত’, ‘ত্রিমূর্তি’, ‘জখমি’, ‘খেল খেল মেঁ’, ‘প্রিয়তম’, ‘দেবতা’, ‘আহূতি’, ‘খুবসুরত’, ‘খট্টা মীঠা’, ‘হকদার’, ‘জিনে কি আরজু’, ‘হমারি বহু অলকা’, ‘এক অউর সিকন্দর’, ‘বহুরানি’, ‘কালা বাজার’, ‘বহুরনি’-সহ অসংখ্য ছবিতে তাঁর অভিনয় দাগ কেটে গিয়েছে দর্শকদের মনে ৷
advertisement
পরিণত বয়সেও রাকেশ পাল্লা দিয়ে অভিনয় করেছেন পরবর্তী প্রজন্মের অভিনেতা এবং পরিচালকদের সঙ্গে ৷ ‘করণ অর্জুন’, ‘অকেলে হম অকেলে তুম’, ‘কয়লা’-র মতো ছবিতে তিনি নিজেকে মেলে ধরেন চরিত্রাভিনেতা হিসেবে ৷
advertisement
advertisement
অনেকেই বলেন, ইন্ডাস্ট্রিতে জীবনের পরবর্তী ইনিংসগুলিতে তুলনামূলক ভাবে অনেক বেশি সফল রাকেশ রোশন ৷ ২০০০ সালে তাঁর পরিচালনায় মুক্তি পায় ‘কহো না প্যয়ার হ্যায়’ ৷ ছেলে হৃতিককে লঞ্চ করতেই এ ছবির আয়োজন রাকেশের ৷ প্রথম ছবিতেই বাজিমাত, রাতারাতি সুপারস্টার হার্টথ্রব হয়ে ওঠেন হৃতিক ৷
এর পর হৃতিকের কেরিয়ারের পালে যখনই শক্তিশালী বাতাসের প্রয়োজন হয়েছে, এগিয়ে এসেছেন রাকেশ ৷ ‘কোই মিল গ্যয়া’, ‘ক্রিশ সিরিজ’-এর ছবিগুলো সে কথাই বলে ৷
advertisement
তবে প্রযোজক এবং পরিচালক হিসেবে রাকেশের সব ছবিতেই যে হৃতিক অভিনয় করেছেন, তা নয় ৷ বলিউডের অন্য তারকাদের নিয়েও একাধিক ছবি তৈরি করেছেন তিনি ৷ তবে যেটা লক্ষণীয় তা হল, প্রযোজক ও পরিচালক হিসেবে তাঁর ছবিগুলির নামের ইংরেজি বানান শুরু হয়েছে ‘K’ দিয়ে ৷
মঙ্গলবার, রাকেশের জন্মদিনে সামাজিক মাধ্যমে হৃতিকের পোস্টের প্রেক্ষিতে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন অসংখ্য নেটিজেন ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Hrithik Roshan: ‘তিনি এখনও আমাকে অনুপ্রাণিত করেন’, রাকেশ রোশনের জন্মদিনে আবেগঘন বার্তা পুত্র হৃতিকের
Next Article
advertisement
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
  • দুর্গাপুর স্টেশনে ২৪ ঘণ্টা ভেন্ডিং মেশিনে স্বাস্থ্যকর খাবার ও পানীয় পাওয়া যাবে

  • UPI-দিয়ে সহজেই পেমেন্ট করা যাবে

  • দুর্গাপুর স্টেশন স্মার্ট, পরিষ্কার এবং যাত্রী-সহযোগী স্টেশন হয়ে উঠছে

VIEW MORE
advertisement
advertisement