এই ভিডিওতে আরাধ্য্যা বচ্চনকে হিন্দি কবিতা পড়তে দেখা যাচ্ছে। কবিতাটি পড়ার পরে আরাধ্য্য তার শিক্ষিকাকে ধন্যবাদ জানিয়ে বলছে, 'ধন্যবাদ মিস'৷ আরাধ্যার এই ভিডিওটি অভিষেক এবং ঐশ্বর্য্য রাইয়ের ফ্যান ক্লাব তাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে শেয়ার করেছে। উল্লেখ্য আরাধ্যা নিজেও করোনা আক্রান্ত হয়েছিল৷ হাসপাতালেও ভর্তি হতে হয় তাকে৷ তবে এই অতিমারীকে পরাজিত করে মায়ের সঙ্গে নিজের বাড়িতে ফিরে এসেছে সে। অমিতাভ ও অভিষেকও করোনা মুক্ত হয়ে আপাতত বাড়িতেই রয়েছেন৷
advertisement
আরাধ্য্যা, ঐশ্বর্য, অভিষেক এবং অমিতাভ বচ্চন সকলেই করোনায় আক্রান্ত হয়েছিলেন। অমিতাভ বচ্চন বেশ কয়েক দিন মুম্বইয়ের নানাবতী হাসপাতালে থাকার পরে ২ অগাস্ট করোনা নেগেটিভ রিপোর্ট এলে তাঁকে ছাড়া হয়৷ অন্যদিকে অভিষেকও করোনাকে জয় করেছেন এবং শনিবার তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে।