TRENDING:

শুধু আপনার সন্তানকেই নয়, অমিতাভ নাতনিকেও নিয়মিত করতে হচ্ছে অনলাইন ক্লাস, ভিডিও ভাইরাল!

Last Updated:

এই ভিডিওতে আরাধ্য্যা বচ্চনকে হিন্দি কবিতা পড়তে দেখা যাচ্ছে। কবিতাটি পড়ার পরে আরাধ্য্য তার শিক্ষিকাকে ধন্যবাদ জানিয়ে বলছে, 'ধন্যবাদ মিস'৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: অমিতাভ বচ্চনের নাতনি আরাধ্যা দিনভর ব্যস্ত থাকছে অনলাইন ক্লাস নিয়ে৷ ঠাকুরদার মতো সেও সব ভাষায় পারদর্শী হয়ে উঠছে৷ শুধুই ইংরেজি শিক্ষা নয়, হিন্দি ভাষাতেও নিজেকে সমান ভাবে তৈরি করছে সে৷ সম্প্রতি আরাধ্যার এমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা গিয়েছে অনলাইন ক্লাসে হিন্দি শিখতে ব্যস্ত আরাধ্যা৷ আনলক পর্বে এখনও দেশব্যাপী স্কুল খোলার অনুমতি মেলেনি৷ তাই অনলাইন ক্লাসেই ব্যস্ত থাকছেন পড়ুয়ারা৷ অন্য আর পাঁচটা বাচ্চার মতোই আরাধ্যাও করছে অনলাইন ক্লাস৷ তেমনই হিন্দি ক্লাসের ভিডিওটি খুব ভাইরাল হয়েছে৷ যা নিয়ে উঠে আসছে নানা প্রতিক্রিয়া৷
advertisement

এই ভিডিওতে আরাধ্য্যা বচ্চনকে হিন্দি কবিতা পড়তে দেখা যাচ্ছে। কবিতাটি পড়ার পরে আরাধ্য্য তার শিক্ষিকাকে ধন্যবাদ জানিয়ে বলছে, 'ধন্যবাদ মিস'৷ আরাধ্যার এই ভিডিওটি অভিষেক এবং ঐশ্বর্য্য রাইয়ের ফ্যান ক্লাব তাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে শেয়ার করেছে। উল্লেখ্য আরাধ্যা নিজেও করোনা আক্রান্ত হয়েছিল৷ হাসপাতালেও ভর্তি হতে হয় তাকে৷ তবে এই অতিমারীকে পরাজিত করে মায়ের সঙ্গে নিজের বাড়িতে ফিরে এসেছে সে। অমিতাভ ও অভিষেকও করোনা মুক্ত হয়ে আপাতত বাড়িতেই রয়েছেন৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বিজয়াতেই ঘরে ঘরে 'টিকা'র প্রস্তুতি! গোর্খাদের এই উৎসব বাঙালির খুব চেনা
আরও দেখুন

আরাধ্য্যা, ঐশ্বর্য, অভিষেক এবং অমিতাভ বচ্চন সকলেই করোনায় আক্রান্ত হয়েছিলেন। অমিতাভ বচ্চন বেশ কয়েক দিন মুম্বইয়ের নানাবতী হাসপাতালে থাকার পরে ২ অগাস্ট করোনা নেগেটিভ রিপোর্ট এলে তাঁকে ছাড়া হয়৷ অন্যদিকে অভিষেকও করোনাকে জয় করেছেন এবং শনিবার তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে।

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
শুধু আপনার সন্তানকেই নয়, অমিতাভ নাতনিকেও নিয়মিত করতে হচ্ছে অনলাইন ক্লাস, ভিডিও ভাইরাল!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল