কিন্তু এত ব্যস্ততার মধ্যেও একটু সময় বের করে নিলেন আলিয়া ৷ ছোট্ট একটা কাজের মাধ্যমে বুঝিয়ে দিলেন, এত খ্যাতি আর জনপ্রিয়তার মধ্যেও তাঁর পা রয়েছে মাটিতেই ৷ এই তো কিছুদিন আগেই প্রিয়াঙ্কা চোপড়া-নিক জোনসের এনগেজমেন্ট পার্টিতে ব্ল্যাক-পিঙ্ক চিক ড্রেসে নজর কেড়েছিলেন ইন্ডাস্ট্রির সকলের প্রিয় ‘আলওও’ ৷ কিন্তু এটা মুদ্রার এক পিঠ হলে, আজকের ছবিটা আলিয়ার অন্য পিঠ ৷
advertisement
আরও পড়ুন: মিষ্টি ছেলের সঙ্গে দেখা করে খুব খুশি বিরাট-অনুষ্কা !
এদিন ‘ব্রহ্মাস্ত্র’র শুটিংয়ের অবসরে তিনি পৌঁছে গেলেন অন্য রকম এক বিয়ের আসরে ৷ সম্প্রতি ‘ইনস্টাবলিউড’ নামের একটি জনপ্রিয় ইনস্টাগ্রাম হ্যান্ডেলে এই ছবিটি পোস্ট করা হয়েছে ৷ সেখানে দেখা যাচ্ছে নববধূ ও বরের সঙ্গে হাসিমুকে পোজ দিয়েছেন আলিয়া ৷ ওই সোশ্যাল হ্যান্ডেলের দাবি, বাড়ির পরিচারিকার বিয়েতে উপস্থিত হয়েছিলেন নায়িকা ৷ তবে এ বিষয়ে কোনও মন্তব্য করেননি আলিয়া ৷ ফলে এই ছবির সত্যতা এখনও জানা যায়নি ৷