আর আলিয়ার কাছে পরিবারের লোক তাঁর সমস্ত প্রিয় মানুষরাই । তা সে বাড়ির পরিচারিকা হলেও । ছোট ছোট কিছু কাজের মাধ্যমে তিনি আগেও বুঝিয়ে ছিলেন, এত খ্যাতি আর জনপ্রিয়তার মধ্যেও তাঁর পা রয়েছে মাটিতেই ৷
এর আগেও পরিচারিকার বিয়েতে তাঁর বাড়িতে উপস্থিত হতে দেখা গিয়েছিল আলিয়াকে । এবার নিজের বাড়িতেই কেক কেটে বাড়ির পরিচারিকার জন্মদিন পালন করলেন তিনি । আলিয়া, তাঁর বোন শাহিন ও মা সোনি রাজদান সকলে মিলেই পরিচারিকা রাশিদার জন্য তাঁর স্বপ্নের এই বার্থ ডে পার্টির আয়োজন করলেন । রাশিদার সঙ্গে কাটলেন কেকও । বার্থ ডে সং গাইলেন । তবে কেক খেতে আপত্তি জানালেন আলিয়া । বললেন, ‘সবে ডায়েট শুরু করেছি । আমি কেক খেতে পারব না ।’ আবার সোনি রাজদান, মহেশ ভাটও আলাদা করে কেক কাটলেন রাশিদার জন্য ।
advertisement
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 10, 2020 1:29 PM IST