সম্প্রতি এক সংবাদসংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে আলি বলেছেন, 'আমি থ্রি ইডিয়টস করার সময় মানসিক অবসাদে ডুবে গিয়েছিলাম। আমি খুব ছোট একটা চরিত্রে ওই ছবিতে কাজ করেছিলাম।' আলির আরও বক্তব্য, 'আপনি জানেন ওই সময় কী হয়েছিল? আচমকা কিছু খবর শিরোনামে এসেছিল। এক কলেজপড়ুয়া নিজেকে শেষ করে ফেলেছে। এর পরই এক নিউজ চ্যানেল থেকে আমার কাছে ফোন আসে, স্যার, আপনি যেমন চরিত্রে অভিনয় করেছেন, ওই কলেজে একেবারে হুবহু ঘটনা ঘটেছে। আপনার এটা শোনার পর কেমন লাগবে? আমি ওই সময় একেবারে ভেঙে পড়েছিলাম। আমি নিজেই কলেজের দ্বিতীয় বর্ষে পড়ছি তখন।'
advertisement
এক ছাত্রের ওই ভাবে নিজেকে শেষ করে দেওয়ার ঘটনায় বিস্তর প্রভাব পড়েছিল অভিনেতা আলির মনে। তিনি থ্রি ইডিয়টসের পরিচালক রাজকুমার হিরানিকেও সেই কথা জানিয়েছিলেন। আলির কথায়, 'আমি ডিপ্রেশনে চলে গিয়েছিলাম। আমি রাজু স্যারকে বলেওছিলাম। বাকিদের সঙ্গেও শেয়ার করেছিলাম। ওঁরা সবাই আমাকে তখন বলেছিল, এমনটা কোরো না। তুমি চ্যানেলের লোেকদের বলো প্রযোজকের সঙ্গে কথা বলে নিতে।'
চেতন ভগতের 'ফাইভ পয়েন্ট সামওয়ান' উপন্যাসের উপর ভিত্তি করে এই ছবি তৈরি করেছিলেন রাজকুমার হিরানি। ছবিতে অভিনয় করেছিলেন আমির খান, মাধবন, শরমন জোশি। দেখা গিয়েছিল বোমন ইরানি ও করিনা কাপুরকেও। অন্যদিকে, আলির জনপ্রিয় ছবিগুলির মধ্যে রয়েছে হ্যাপি ভাগ জায়েগি, ভিক্টোরিয়া অ্যান্ড আবদুল, জাসুস ও ফুকরে সিরিজ। জনপ্রিয় ওয়েব সিরিজ মির্জাপুরেও অভিনয় করেছেন আলি। শুক্রবার মুক্তি পাবে নেটফ্লিক্সে ওয়েব সিরিজ 'রে'। তাতেও অভিনয় করেছেন আলি ফজল।