ডাক্তার তাঁকে পুরোপুরো বেডরেস্ট-এ থাকতে বলেন। প্রোডাকশন টিম মুহূর্তের মধ্যে চপার-এর ব্যবস্থাও করে ফেলে, পরিচালক চান তাঁকে মুম্বই ফিরিয়ে নিয়ে যেতে! কিন্তু 'খতরোঁ কা খিলাড়ি' বলে কথা? শুটিং অসম্পূর্ণ রেখে তিনি চলে যাবেন? এও কখনও সম্ভব? চোট নিয়েই শুটিং করলেন অক্কি। এমনকী, চড়া রোদের মধ্যে চালিয়ে গেলেন অ্যাকশন সিকোয়েন্স-এর প্রশিক্ষণ। প্রশিক্ষণ দিলেন ২০১৫'র অস্কার জয়ী ছবি 'ম্যাড ম্যাক্স: দ্য ফারি রোড'-এর স্টান্ট কোরিওগ্রাফার লরেন্স উডওয়র্ড।
advertisement
'কেশরি'র প্রেক্ষাপট ১৮৯৭-এর 'সারাগারহি'র যুদ্ধ। ব্রিটিশ ইন্ডিয়ান আর্মি ও আফগান ওরাকজাই উপজাতির মধ্যে এই যুদ্ধ চলেছিল। ছবিতে অক্ষয়কে দেখা যাবে হাবিলদার ঈশ্বর সিং-র চরিত্রে। তিনি শিখ সৈন্যদের নেতৃত্বে ছিলেন। খোদ খিলাড়ির ভাষায়, '' গত দেড় মাস ধরে এই ছবিটার শুটিং করছি। যখনই মাথায় পুলিশের তাজ-টা পরি, মনটা গর্বে ভরে যায়।''
'কেশরি'তে অক্ষয় কুমারের বিপরীতে রয়েছেন পরিণীতি চোপড়া।