এই ওয়েব সিরিজের নির্মাতা বিক্রম মালহোত্রা (Vikram Malhotra) বুধবার জানান, চলতি বছরের শেষ দিকে বা ২০২২ সালের প্রথম দিক থেকেই এই সিরিজের কাজ শুরু করা হবে। ২০১৯ সালে প্রথম প্রকাশ্যে আসে এই অ্যাকশনধর্মী থ্রিলার সিরিজটি। কিন্তু করোনা মহামারীর জেরে দেশজুড়ে চলা এমন স্তব্ধতার মধ্যে ছবির প্রডাকশনে দেরি হয়। তবে ‘শেরনি’ (Sherni)-এর একটি বিশেষ ইভেন্ট চলাকালীন নির্মাতা জানিয়েছেন যে, তাঁর দল বর্তমানে অক্ষয় কুমারের দ্য এন্ড এবং হুশ হুশ (Hush Hush) সহ অ্যামাজনের সঙ্গে বেশ কয়েকটি সিরিজে কাজ করছে।
advertisement
বিক্রমের ব্যানার এর আগে থ্রিলার সিরিজ ব্রিদ (Breathe) এবং এর দ্বিতীয় সিজনের প্রযোজনার পাশাপাশি ভূমি পেডনেকর (Bhumi Pednekar) অভিনীত ‘দুর্গামতি’র (Durgamati) ও প্রযোজনার কাজ করেছিল।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিক্রম বলেন, “ব্রিথ ছাড়াও বর্তমানে আরও কয়েকটি সিরিজের কাজ এগোচ্ছে। যার মধ্যে অন্যতম হল 'হুশ হুশ' সিরিজটি। বর্তামানে এই সিরিজটির কাজ জোরকদমে চলছে। করোনা মহামারীর কারণে আমাদের একটু বিরতি নিতে হয়েছিল। অক্ষয় কুমার অভিনিত 'দ্য এন্ড' নামেও একটি সিরিজ রয়েছে। পরিস্থিতির উপর নির্ভর করে চলতি বছরের শেষের দিকে বা আগামী বছরের গোড়ার দিকে এই ওয়েব সিরিজের কাজ শুরু হতে চলেছে।”
'দ্য এন্ডে'র মাধ্যমে ওটিটি প্ল্যাটফর্মে আত্মপ্রকাশ বলিউড খিলাড়ির। এটি একটি অ্যাকশনধর্মী সারভাইভাল থ্রিলার। অন্যদিকে শুধুমাত্র ফিমেল কাস্ট তথা, জুহি চাওলা (Juhi Chawla), সোহা আলি খান (Soha Ali Khan), শাহানা গোস্বামী (Shahana Goswami), কৃত্তিকা কামরা (Kritika Kamra), কারিশমা তন্না (Karishma Tanna) ও আয়শা ঝুলকা (Ayesha Jhulka) অভিনিত ‘হুশ হুশ’ হল একটি নাটকধর্মী থ্রিলার ।