ড্রাগ পেডলার শাদাব বাটাটা গ্রেফতার হওয়ার পর অভিনেতা এজাজের নাম সামনে আসে। এজাজকে সঙ্গে অন্ধেরি এবং লোখন্ডওয়ালার বহু ঠিকিনায় তল্লাশি চালানো হয়। মঙ্গলবার ৩০ মার্চ তাঁকে গ্রেফতার করা হয়। ড্রাগ পেডলার শাদাব বাটাটা গ্রেফতার হওয়ার পর অভিনেতা এজাজের নাম সামনে আসে। এজাজকে সঙ্গে অন্ধেরি এবং লোখন্ডওয়ালার বহু ঠিকিনায় তল্লাশি চালানো হয়। মঙ্গলবারই রাজস্থান থেকে মুম্বইয়ে ল্যান্ড করেন এজাজ। বিমানবন্দর থেকেই গ্রেফতার করা হয় তাঁকে।
advertisement
শুধু বলিউড অভিনেতা হিসেবেই নয়। সাম্প্রদায়িক মন্তব্যকে কেন্দ্র করে সম্প্রতি আলোচনার কেন্দ্রে উঠে আসে এই অভিনেতার নাম। গত বছরই তাঁর বিরুদ্ধে অভিযোগ ওঠে ফেসবুক লাইভে সাম্প্রদায়িক উস্কানিমূলক মন্তব্যের। তারই জেরে ২০২০-এর এপ্রিলে মুম্বই পুলিশের হাতে গ্রেফতার হয়েছিলেন এজাজ, পরে জামিনে ছাড়া পান তিনি।
আল্লাহ কে বন্দে, রক্ত চরিত্রের মতো হিন্দি ছবিতে অভিনয় করেছেন এজাজ খান। কাহানি আমারে মহাভারত কি, রহে তেরা আর্শীবাদের মতো ধারাবাহিকেও দেখা গিয়েছে এই অভিনেতাকে। বিগ বসের সাত নম্বর সিজনে অংশ নিয়েছিলেন এজাজ খান। যদিও মিডিয়ার সঙ্গে কথা বলার সময় এজাজ জানান, তাঁকে আটক করা হয়নি। তিনি নিজে অফিসারের সঙ্গে দেখা করতে এসেছেন। সিনেমার আগে টেলিভিশনেও দীর্ঘ দিন যুক্ত ছিলেন এজাজ। বিগ বসের সেটে মারপিট করার জন্যও একসময়ে শিরোনামে উঠে আসেন এই অভিনেতা।