আহানের শেয়ার করা নোট পড়ে আবেগাপ্লুত হয়ে পড়েন অভিনেতা অক্ষয় কুমার (Akshay Kumar) ও অজয় দেবগণ (Ajay Devgn), একইসঙ্গে তাঁরা নিজিদের সোশ্যাল মিডিয়া প্রোফাইলেও তড়প ছবির পোস্টারটি শেয়ার করেন। বলিউডে পা রাখার সঙ্গে সঙ্গেই আহানর প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন বলি সেলেবরা।
অন্য দিকে, আরও একটি সুখবর সামনে এসেছে। আহানের ডেবিউ ছবি মুক্তি পাওয়ার আগেই আরও একটি ছবিতে তিনি কাজ করতে চলেছেন বলে খবর রয়েছে। ETimes-এর খবর অনুযায়ী, ভূষণ কুমার (Bhushan Kumar) আশিকি ৩ (Aashiqui 3) ছবির মুখ্য চরিত্রের জন্য আহানের সঙ্গে কথা বলেছেন। সূত্রের খবর, এই প্রযোজক আহানের ডেবিউ ছবির উন্মাদনা দেখে মুগ্ধ হয়েছেন। সেইজন্য আশিকি ৩-এর জন্য আহানকে কাস্ট করার কথা ভাবছেন। যদিও এই সিনেমার নায়িকা কে হবে তা এখনও ঠিক করা হয়নি। সুনীল শেট্টিও ছবির পোস্টারটি শেয়ার করেন।
তড়প হল তেলেগু ছবি আরএক্স ১০০ (RX100) ছবির রিমেক, যেখানে কার্তিকেয়া গুম্মাকোন্ডা (Kartikeya Gummakonda) এবং পায়েল রাজপুতকে (Payel Rajput) মুখ্য চরিত্রে দেখা গিয়েছিল।