এমনকি এও দাবি করেন, সুশান্তের মৃত্যু নিয়ে যা-যা বলেছেন, তা প্রমাণ করতে না পারলে পদ্মশ্রী পুরস্কারও ফিরিয়ে দেবেন। এ বার সেই প্রসঙ্গে টেনে এনেছেন কঙ্গনার প্রাক্তন বয়ফ্রেন্ড আদিত্য পাঞ্চালি । তাঁর দাবি, কঙ্গনা তাঁর কোনও দাবিরই সত্যতা প্রমাণ করতে পারেননি । ফলে এ বার তাঁর পদ্মশ্রী সম্মান ফিরিয়ে দেওয়া উচিত। পাশাপাশি আদিত্য বারবার অভিযোগ করছেন, সুশান্ত মামলায় অন্যায়ভাবে তাঁর ছেলে সূরযকে জড়ানো হচ্ছে । সুশান্তের প্রাক্তন ম্যানেজার দিশা বা সুশান্তের সঙ্গে কোনওরকম সম্পর্কই ছিল না সূরযের । তাঁর পরিবার এ ধরণের ঘটনায় মারাত্মক সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে । মানসিকভাবে সকলেই বিধ্বস্ত বলেও দাবি করেন তিনি ।
advertisement
পাশাপাশি আদিত্য এও বলেন, কঙ্গোনার বিরুদ্ধে তাঁদের পরিবারের মানহানির মামলা চলছে । এ বিষয়ে ওই মহিলার মুখ খোলার কথাই নয় ।
অন্যদিকে, খোদ সুশান্তের পরিবারও বলেছে, কঙ্গনা নিজের তালে রয়েছেন। সুশান্তের মৃত্যু নিয়ে গলা ফাটিয়ে আখেরে নিজের স্বার্থ চরিতার্থ করছেন কঙ্গনা রানাওয়াত।