TRENDING:

স্ত্রীর কাছে একাধিক বার প্রেমে প্রত্যাখ্যাত হয়েছিলেন আদিত্য নারায়ণ

Last Updated:

আদিত্য জানান প্রথম দিকে নাকি একাধিক বার প্রেমের প্রস্তাব দিয়েছিলেন তিনি। আর বার বার প্রত্যাখ্যান করেছিলেন শ্বেতা। আদিত্য প্রথম দেখাতেই শ্বেতার প্রেমে পড়েছিলেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: কয়েক মাস আগেই বিয়ে করেছেন গায়ক আদিত্য নারায়ণ। বহু দিনের বান্ধবী শ্বেতা আগরওয়ালের সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন তিনি। সম্প্রতি স্ত্রী শ্বেতা, বাবা উদিত ও মা দীপা নারায়ণের সঙ্গে ইন্ডিয়ান আইডল এর ফ্যামিলি স্পেশাল এপিসোডে আসেন আদিত্য। এই শোতে এসেই শ্বেতার সঙ্গে প্রেম কাহিনি নিয়ে খোলামেলা কথা বলেন গায়ক।
advertisement

আদিত্য জানান প্রথম দিকে নাকি একাধিক বার প্রেমের প্রস্তাব দিয়েছিলেন তিনি। আর বার বার প্রত্যাখ্যান করেছিলেন শ্বেতা। আদিত্য প্রথম দেখাতেই শ্বেতার প্রেমে পড়েছিলেন। তখনই ঠিক করেছিলেন, এই মেয়ের সঙ্গেই সম্পর্কে যাবেন।

আদিত্যর প্রেমে নাকি সবচেয়ে বেশি সাহায্য করেছিলেন তাঁর মা দীপা। গায়ক বলছেন, শুরুর দিকে, কখনও মিষ্টি করে, কখনও ঘুরিয়ে নানা ভাবে আমায় প্রত্যাখ্যান করেছিল শ্বেতা। আসলে আমার ধন্য়বাদ বলা উচিত মা-কে। মা বলেছিল, পরের বার শ্বেতার সঙ্গে দেখা হলে আমায় একবার বলিস।

advertisement

এর পরে আদিত্যর মা-ই শ্বেতাকে রাজি করান ছেলের সঙ্গে একদিন ডেটে যাওয়ার জন্য। শ্বেতাও বলছেন, প্রথম দিকে আদিত্য অনেক চেষ্টা করত। এক বছর আমরা শুধুই বন্ধু ছিলাম।

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

কিন্তু তারপরে একসঙ্গে বহুদিন সম্পর্কে ছিলেন শ্বেতা ও আদিত্য। ডিসেম্বরেই মুম্বইয়ের জুহুতে একটি ইস্কনের মন্দিরে বিয়ে করেন আদিত্য ও শ্বেতা।

বাংলা খবর/ খবর/বিনোদন/
স্ত্রীর কাছে একাধিক বার প্রেমে প্রত্যাখ্যাত হয়েছিলেন আদিত্য নারায়ণ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল