তবে সব চেয়ে বেশি এ ব্যাপারে খুশি আদিত্য নিজে! সেলিব্রিটিরা সাধারণত তাঁদের বিয়ের (Wedding) দিন সংবাদমাধ্যমকে ধারে-কাছে ঘেঁষতে দেন না হালফিলে! কিন্তু আদিত্য তা করেননি। বরং, বিয়ে সেরেই মুখোমুখি হয়েছেন সংবাদমাধ্যমের, দিয়েছেন মোটামুটি দীর্ঘ এক সাক্ষাৎকারও। আর সেই সাক্ষাৎকারেই উঠে এসেছে দুই হইচই ফেলে দেওয়ার মতো তথ্য।
আদিত্য জানিয়েছেন, শ্বেতার গলায় মালা দেওয়ার সময়ে বন্ধুরা যখন তাঁকে তুলে ধরেছিলেন, ঠিক সেই মুহূর্তে তাঁর পাজামা ছিঁড়ে (Wardrobe Malfunction) যায়! ছেঁড়া পাজামা পরেই নববধূর গলায় মালাটা কোনও মতে গলিয়ে দেন তিনি! তার পর এক বন্ধুর পাজামা ধার করে বিয়ের পিঁড়িতে বসেন। সেই ধার করা পাজামা পরেই মন্ত্রোচ্চারণ এবং সাতপাকে ঘোরার মতো জীবনের গুরুত্বপূর্ণ কাজগুলো সারতে হয় তাঁকে!
অবশ্য বন্ধুর পাজামা পরে বিয়ে করতে হলেও এর ঠিক পরের ধাপ, অর্থাৎ হানিমুনের (Honeymoon) ক্ষেত্রে সব কিছু একেবারে ঠিকঠাক করে রেখেছেন আদিত্য, এ ব্যাপারে কোনও ভুলচুকের জায়গা তিনি রাখছেন না। বলছেন যে একটা নয়, তার বদলে তিনটে ছোট ছোট হানিমুন সারবেন শিলিম (Shillim), সুলা ভাইনইয়ার্ড (Sula Vineyards)আর গুলমার্গে (Gulmarg)! আপাতত কাজে ফাঁকি দেওয়া সম্ভব নয়, তাই কাজের মাঝে মাঝেই নিজেদের সময় দেওয়ার এ হেন বন্দোবস্ত!