সম্প্রতি আদিত্য নিজের বিয়ে নিয়ে মুখ খোলেন ৷ কীভাবে করোনা আবহে বিয়ে হবে তা জানিয়েছেন তিনি ৷ আদিত্য নারায়ণ তাঁর দীর্ঘদিনের বান্ধবী শ্বেতা আগরওয়ালকে বিয়ে করতে চলেছেন আগামী পয়লা ডিসেম্বর ৷ করোনা ভাইরাসের ফলে অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধুবান্ধব আত্মীয় স্বজনকে নিমন্ত্রণ করতে পারেন ৷ মহারাষ্ট্র সরকারের নিয়ম অনুযায়ী ৫০-এর বেশি অতিথিদের নিমন্ত্রিত করতে পারবেন না কেউই ৷ এক জায়গায় একসঙ্গে ৫০ জনই জড় হতে পারবেন, এটাই সরকারি নিয়ম ৷
advertisement
একটি মন্দিরে সাধারণ ভাবে বিয়ে হবে ৷ আদিত্যর গ্র্যান্ড রিসেপশনের কথা ভাবছেন ৷ তবে সব ঠিক হয়ে গেলেই এই সেলিব্রেশন হবে ৷ শ্বেতার সঙ্গে প্রথম পরিচয় মনে করতে গিয়ে বলেছেন বিক্রম ভাটের ছবি শাপিতের জন্য সই করেন ৷ এরপর থেকে একটু একটু করে বিষয়টি এগোতে থাকে ৷ কিছুদিন আগেই রটেছিল আদিত্যর ব্যাঙ্ক অ্যাকাউন্টে আর বেশি টাকা নেই ৷ সেই বিষয়েও ব্যাখ্যা দিয়েছেন আদিত্য ৷