বলিউডে তখন কাজল, মাধুরি, রানি, শিল্পা, রবিনার মতো গ্ল্যামারাস ডিভাদের ভিড়। তার মাঝেই নিজের আলাদা জায়গা করে নিয়েছিলেন দাপুটে অভিনেত্রী।
আরও পড়ুন: রাতটা অমিতাভের সঙ্গে…রেখাকে ‘ধোকা’ দেন ধর্মেন্দ্র! এই কারণে অভিনেত্রীকে ছবি থেকে সরিয়ে দেন নায়ক
অভিনয়, গ্ল্যামার থেকে শুরু করে নাচ। সবেতেই তুখোড় ছিলেন নায়িকা। অভিনেত্রীর ছবি একসময় বক্স অফিসও কাঁপিয়েছে। কিন্তু বর্তমানে অভিনেত্রী সিনে দুনিয়া থেকে হারিয়ে গিয়েছেন।
advertisement
‘রঙ্গিলা’র মতো সেরা হিট দেওয়া ছবিতেও অভিনয় করেছেন উর্মিলা মাতন্ডকর। কিন্তু তাও বলিউডে কেন নিজের জায়গা হারিয়ে ফেললেন উর্মিলা?
উর্মিলা মাতন্ডকরের কেরিয়ারের পতনের শুরু কবে থেকে? ২০০০ সালের পর থেকে উর্মিলা কর্মাশিয়াল ছবি ছেড়ে অন্য ধরনের ছবিতে অভিনয় করতে শুরু করেন।
‘পিঞ্জর’, ‘ভুত’, ’এক হাসিনা থি’-র মতো ছবিকে বেছে নিতে শুরু করেন উর্মিলা। তবে তাঁর কেরিয়ার একেবারে ধ্বংস করে দেয় কর্জ। হিমেশ রেশমিয়ার সঙ্গে করা উর্মিলার এই বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে। পরবর্তীকালে বেশ কিছু অভিনয় করলেও বড় পর্দায় নিজের ক্যারিশমা আর ফিরিয়ে আনতে পারেননি উর্মিলা।