Dharmendra-Rekha: রাতটা অমিতাভের সঙ্গে...রেখাকে ‘ধোকা’ দেন ধর্মেন্দ্র! এই কারণে অভিনেত্রীকে ছবি থেকে সরিয়ে দেন নায়ক
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
বলিউডে অমিতাভ-রেখার পাশাপাশি ধর্মেন্দ্র-রেখার পর্দার জুটিও বেশ হিট। বেশ কিছু ভাল ছবি দর্শকদের উপহার দিয়েছে এই জুটি
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
রঞ্জিতের মতে, তিনি অনিতা রাজের পরিবর্তে তিনি ফারাহ নাজকে কাস্ট করেছিলেন এবং ছবিটি তৈরি করেছিলেন। রঞ্জিত আরও বলেছিলেন যে, রেখা যখন শর্তে রাজি হননি, তখন তিনি শুধুমাত্র ছবিটি ছেড়েছিলেন তাই নয়, সাইনিং অ্যামাউন্টও ফেরত দিয়েছিলেন। এ কারণে দীর্ঘদিন আটকে থাকে তাঁর চলচ্চিত্র। যদিও পরে ধর্মেন্দ্রর পরামর্শের কথা জানতে পেরে তিনি অবাক হয়ে যান।