এক পর্বে উপস্থিত হয়েছিলেন আলিয়া এবং ক্যাটরিনা। দুই বন্ধু তথা দুই নায়িকারই পরনে ছিল ম্যাচিং মোনোক্রোম আউটফিট। আর সেটাই মজা করে প্রথম চিহ্নিত করেন উপস্থাপিকা নেহা ধুপিয়া। এরপরেই ক্যাটরিনা প্রশ্ন করেন যে, “এটা কি ইনস্টা-র শব্দ?” আলিয়া সম্মতি দিয়ে বিষয়টি নিশ্চিত করেন।
advertisement
এই আলাপচারিতা এবং আড্ডা যেন এক নয়া মোড় নেয়। আসলে ক্যাটরিনা স্বীকার করে নেন যে, গভীর রাতেও তাঁদের কথা হয়। অভিনেত্রীর কথায়, “ইনস্টাগ্রাম সংক্রান্ত প্রশ্ন আমি আলিয়াকেই করি। মাঝরাতে রাত ২-৩টে নাগদও আমি ওকে মেসেজ করি। এই যেমন – ‘আমার ছবিটা ইনস্টায় ফিট করছে না। এখন আমি কী করব?’ আলিয়াও বলে, তোমায় এটা আরও ছোট করতে হবে।” তবে ক্যাটরিনা এ-ও স্বীকার করে নিয়েছেন যে, “রাত ১টা বাজে। আর এই সময় কাউকে প্রশ্ন করা একেবারেই উচিত নয়।”
প্রসঙ্গত ‘জি লে জারা’ ছবিতে একসঙ্গে দেখা যাবে দুই অভিনেত্রীকে। ২০২১ সালে ঘোষণা করা হয়েছে এই ছবির কথা। ইনস্টাগ্রামে এই ছবির কথা ঘোষণা করেছিলেন আলিয়া, ক্যাটরিনা এবং প্রিয়াঙ্কা চোপড়া। একটি ছবি দিয়ে আলিয়া ক্যাপশনে লিখেছেন, “২ বছর আগে। ১টি স্বপ্ন নিয়ে এক হয়েছিল ৩ জন মহিলা… ৫০টি জ্যুম কল হল। এরপরে অগণিত হাসির মুহূর্ত। ভালবাসা এবং উচ্ছ্বাসে মন ভরে যাবে। আমরা আসছি। হ্যাশট্যাগ জি লে জারা।”
প্রচুর বিলম্বের বিষয়ে পরিচালক ফারহান আখতার সম্প্রতি পিঙ্কভিলা-র এক বিশেষ সাক্ষাৎকারে মুখ খুলেছেন। ফারহান জানিয়েছেন যে, নিশ্চিত ভাবেই তিনি ‘জি লে জারা’ পরিচালনা করবেন। আর এই ছবির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছেন ভক্তরা। কারণ বলিউডের তিন বলিষ্ঠ অভিনেত্রীকে একই সঙ্গে পর্দায় দেখা যাবে।বলাই বাহুল্য যে, জমে যেতে চলেছে ‘জি লে জারা’।