TRENDING:

Karisma Kapoor ex-husband Sunjay Kapur Last Rite: চোখের জলে শেষ বিদায়! সঞ্জয়ের শেষকৃত্যে নিজেকে ধরে রাখতে পারলেন না করিশ্মা, শেষমেশ যা করলেন...! ভিডিও ভাইরাল

Last Updated:

Karisma Kapoor ex-husband Sunjay Kapur Last Rite: আজই শেষ দেখা৷ শেষবারের মতো প্রাক্তন স্বামীকে দেখতে মুম্বই থেকে দিল্লিতে ছুটে গিয়েছেন করিশ্মা কাপুর৷ সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে শ্মশানের একটি ভিডিও৷ যেখানে বলিউড অভিনেত্রীকে তার প্রাক্তন স্বামীর প্রতি শ্রদ্ধা জানাতে দেখা গেছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুম্বই: আজই শেষ দেখা৷ শেষবারের মতো প্রাক্তন স্বামীকে দেখতে মুম্বই থেকে দিল্লিতে ছুটে গিয়েছেন করিশ্মা কাপুর৷ দুই সন্তানকে সঙ্গে নিয়েই তাদের বাবার শেষকৃত্যে যোগ দিয়েছেন করিশ্মা কাপুর৷ দিল্লিতে পরিবারের উপস্থিতিতে বৃহস্পতিবারই লোধি রোডের শ্মশানে শেষকৃত্য সম্পন্ন হচ্ছে সঞ্জয়ের৷
News18
News18
advertisement

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে শ্মশানের একটি ভিডিও৷ যেখানে বলিউড অভিনেত্রীকে তার প্রাক্তন স্বামীর প্রতি শ্রদ্ধা জানাতে দেখা গেছে। শ্রদ্ধার নিদর্শন হিসেবে তাকে ঐতিহ্যবাহী সাদা পোশাকে দেখা গেছে। কারিশ্মা একটি সাদা সালোয়ার স্যুট পরেছিলেন এবং অভিনেত্রী প্রচন্ড বিষণ্ণ দেখাচ্ছিল।

আরও পড়ুন-এটাই শেষ দেখা…! বন্ধুর শয্যাসঙ্গিনী, নিলামে তোলা স্ত্রী ছুটে গেলেন দিল্লিতে, শেষবারের মতো সঞ্জয়কে ‘অলবিদা’ করিশ্মার

advertisement

করিশ্মা তার মেয়ে সামাইরা এবং ছেলে কিয়ানকে নিয়ে শেষকৃত্যে যোগ দিয়েছিলেন। অভিনেত্রীর বোন কারিনা কাপুর এবং তার স্বামী সাইফ আলি খানও তার সঙ্গে দিল্লিতে গিয়েছিলেন। তবে, শেষকৃত্যের ভাইরাল ভিডিওতে তাদের দেখা যায়নি।

গত ১২ জুন লন্ডনে আচমকাই মৃত্যুর কোলে ঢলে পড়েন করিশ্মা কাপুরের প্রাক্তন স্বামী এবং ব্যবসায়ী সঞ্জয় কাপুর৷ সঞ্জয় কাপুর পোলো খেলার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। তাঁর মৃত্যুর পর থেকেই এদেশে শেষকৃত্য নিয়ে বহু টানাপোড়েন চলে৷ নাগরিকত্ব থাকার ফলে আইনি জটিলতার কারণে সঞ্জয়ের দেহ দিল্লিতে আনতে বেশ নানা সমস্যায় পড়তে হয়েছিল পরিবার৷ যার কারণে দীর্ঘ ৬ দিন পিছিয়ে গিয়ে আজ হচ্ছে শেষকৃত্য৷

advertisement

আরও পড়ুন-‘১৯৮০-র ২২ জানুয়ারির গভীর রাত…!’ অমিতাভ বচ্চন-রেখার মধ্যে কী এমন ঘটেছিল? দেখেই হাউ হাউ কেঁদে ফেলেছিলেন জয়া, ফাঁস হতেই কেলেঙ্কারি

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

উল্লেখ্য, আগামী ২২ জুন দিল্লির একটি পাঁচতারা হোটেলে সঞ্জয়ের স্মৃতিতে একটি স্মরণসভার আয়োজন করা হয়েছে। সেই বিজ্ঞপ্তিতে সঞ্জয়ের মায়ের নাম রয়েছে । এছাড়াও তাঁর বর্তমান স্ত্রী প্রিয়া ও সঞ্জয়ের সন্তানদের নামও রয়েছে। মিডিয়া রিপোর্ট অনুসারে, এই মর্মান্তিক ঘটনাটি ঘটে যখন তিনি দুর্ঘটনাক্রমে একটি মৌমাছি গিলে ফেলেন, যার ফলে তিনি মারাত্মক কামড় খেয়েছিলেন এবং পরে শ্বাসরোধ হয়ে মারা যান।

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Karisma Kapoor ex-husband Sunjay Kapur Last Rite: চোখের জলে শেষ বিদায়! সঞ্জয়ের শেষকৃত্যে নিজেকে ধরে রাখতে পারলেন না করিশ্মা, শেষমেশ যা করলেন...! ভিডিও ভাইরাল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল