এই অভিনেত্রী আর কেউ নন, গ্রেসি সিং। ‘ লাগান ‘ এবং ‘মুন্নাভাই’ – এর মতো ছবিতে দাপটের সঙ্গে কাজ করেছেন। তারপরেই ফের সিনেমা থেকে উধাও হয়ে যান। ‘ লাগান ‘ ছবির সাফল্যের পর গ্রেসি সিং একের পর এক ছবির প্রস্তাব পেতে থাকেন। ‘আরমান’, ‘পহলি নজর কা পহলা প্যায়ার’, ‘হাম আপকে দিল মে রাহতে হ্যায়’, ‘মিলতে হ্যায় চান্স বাই চান্স’, মুসকান, ‘গঙ্গাজল’-এর মতো হিট ছবিতেও অভিনয় করেন। ২০০১ সালে ‘লাগান’ সিনেমার মাধ্যমে তিনি বিশেষ স্বীকৃতি পান। গৌরী চরিত্রটি তাঁকে প্রতি ঘরে ঘরে বিখ্যাত করে তোলে। মুন্না ভাই এমবিবিএস- এ সঞ্জয় দত্তের সঙ্গে ‘ডক্টর সুমন’ ওরফে ‘চিঙ্কি’ চরিত্রে অভিনয় করেছিলেন গ্রেসি। তাঁর অভিনয় দর্শক এবং সমালোচকদের খুব পছন্দ হয়েছিল।
advertisement
২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত গ্রেসির ক্যারিয়ারের গ্রাফ ছিল সাংঘাতিক।তবে এরপরে গ্রেসি যে পদক্ষেপ করেছিলেন তা তাঁকে পতনের দিকে নিয়ে যায়। মিডিয়া রিপোর্ট অনুসারে , ২০০৮ সালে ‘দেশদ্রোহী’ ছবিতে অভিনয় করে গ্রেসি তাঁর ক্যারিয়ার শেষ করে দেন। ২০১৩ সালে, গ্রেসি একটি নতুন পথ বেছে নেন। সে সময় তিনি ব্রহ্মকুমারীতে যোগ দেন এবং আধ্যাত্মিকতার পথ বেছে নেন। এখনও তিনি সিঙ্গল জীবন কাটাচ্ছেন।